Monday, January 13, 2025
- Advertisement -

আবারও বৃষ্টিতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে আলু চাষীরা

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : আবারও বৃষ্টিতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে আলু চাষীরা। প্রায় প্রতি মাসেই নিয়ম করে দেখা মিলছে বৃষ্টির যার কারণে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষীদের। বৃহস্পতিবার সোনামুখী ব্লক জুড়ে এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। যেখানে দেখা যাচ্ছে আলু জমিতে জমে রয়েছে জল এবং সেই জল চাষিরা জমি থেকে বের করার চেষ্টা করছেন । কিন্তু জমির সমস্ত জল বের করা সম্ভব হচ্ছে না চাষীদের পক্ষে । স্বাভাবিক ভাবেই আলুতে পচন ধরার আশঙ্কা থাকছে আলু চাষিদের মধ্যে। ফলে আলু নষ্ট হলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের ।অনেক চাষি রয়েছেন যারা আর্থিক ঋণ করে আলু চাষ করেছেন এখন সেই আলু নষ্ট হলে আগামী দিনে সেই ঋিন কিভাবে শোধ করবেন তাই ভেবে রাতে ঘুম ছুটেছে তাদের। তবে শুধুমাত্র আলু নয় শীতকালীন তৈলবীজ সরষে পাশাপাশি সবজির মধ্যে রয়েছে ফুলকপি পালং শাক সে গুলিও ক্ষতির মুখে পড়তে চলেছে ।

অরবিন্দ মন্ডল নামে এক কৃষক বলেন, বৃষ্টির কারণে আগে একবাে আলুতে পচন ধরেছিল এবং পুনরায় সেই জমিতে আলু চাষ করা হয়েছে কিন্তু আবারও আলু নষ্টের মুখে । আগামী দিনে কিভাবে ছেলে মেয়েদের নিয়ে সংসার চলবে তা বুঝে উঠতে পারছিনা । এ বিষয়ে সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রের কার্যকরী সঞ্চালক ডক্টর মৌমিতা দে গুপ্তাকে ফোন করা হলে কৃষকদের ক্ষতি হবে বলে তিনি জানান । তিনি বলেন এই মুহূর্তে আবহাওয়া যা রয়েছে তাতে আলুতে নাবি ধসা লাগার সম্ভাবনা রয়েছে তাই আলু চাষীদের আলুতে প্রয়োজনীয় পরিচর্যা নিতে হবে।

আবারও বৃষ্টিতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে আলু চাষীরা

More News- বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝগড়াপুর গ্রাম এর নবীন লেখক রূপম মুখার্জির লেখা বই প্রকাশিত হতে চলেছে কলকাতা বইমেলায়

নিজস্ব প্রতিনিধি, ছাতনা :- বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝগড়াপুর গ্রাম এর নবীন লেখক রূপম মুখার্জির লেখা বই প্রকাশিত হতে চলেছে কলকাতা বইমেলায়। প্রত্যন্ত গ্রামের মেধাবী ছাত্রের লেখা গল্প-কবিতা বেশ জনপ্রিয় ফেসবুক এর দেওয়ালে। উঠতি লেখক এর কথায়,- “শুশুনিয়া ঐকতান এর ‘হাতেখড়ি’ পত্রিকাতে প্রথম গল্প প্রকাশ, তারপর থেকেই একক বই বের করার ইচ্ছে। ‘বে রঙিন কলম’ প্রকাশনী থেকে এই বইটি প্রকাশ হচ্ছে। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments