Tv20 Bangla:- পৌর এলাকার বাসিন্দা’রা এখন বিপদের সম্মুখে।পৌর এলাকার খামখেয়ালীপনায় বিপদে পড়বে পথচারী মানুষজন। এগরা পৌরসভা এলাকায় পথচলতি মানুষের নজর কেড়েছে এই “মেইন হোল”। পৌরসভা এলাকাধীন ১ নম্বর ওয়ার্ড পটলাইকা কলোনী’তে নজরে আসে এই অবস্থা।গত কয়েক দিন থেকেই “মেইন হোল” গুলি উন্মুক্ত অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, বেশ কিছুদিন আগে থেকেই এমন উন্মুক্ত অবস্থা নজরে আসে। কিন্তু কে বা কারা অথবা কি কারণে ” মেইন হোল” গুলো খুলে রেখেছেন সেটাও কিন্তু স্থানীয়রা জানেন না। স্থানীয়রা আরও বলেন, যদি পৌরসভা থেকে এমন কোনো কর্মসূচি চলছে তবে সামনেই সতর্কবার্তার বোর্ডিং দেওয়া উচিৎ ছিল। এই অসতর্কীকরণ এর জেরে বিপদে পড়তে পারে মানুষ থেকে শুরু করে অবলা প্রাণী। আমাদের একটাই অনুরোধ যে, এই অবস্থা যেনো প্রশাসনের দরজায় পৌঁছায় ও প্রশাসনের তরফ থেকে যেনো সতর্কীকরণের দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
এগরা পৌরসভা এলাকায় নজরে পড়ছে মরণ ফাঁদ।
MORE NEWS – প্রয়াত হলেন মানিকচক বিধাসভার প্রাক্তন বিধায়িকা অসীমা চৌধুরী।
পার্থ ঝা,মালদহ:- প্রয়াত হলেন মানিকচক বিধানসভার প্রাক্তন বিধায়িকা অসীমা চৌধুরী। আজ ভোর ৪ টা ৫০মিনিটে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিগত কদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি ভর্তি ছিলেন। অসীমা চৌধুরী প্রাক্তন মন্ত্রী সুবোধ চৌধুরীর সহধর্মিনী ছিলেন। উনার মরদেহ দুর্গাপুর থেকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মানিকচক সিপিএম কার্যালয় এ এসে পৌঁছয় এবং সেখান থেকে নিজস্ব বাসভবনে নিয়ে যাওয়া হয়।কমরেড অসীমা চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য হাজার হাজার দলীয় কর্মীরা এসে পৌঁছান মানিকচক সিপিএম কার্যালয় অফিসে। চোখের চলে শেষ বিদায় জানালেন সকল দলীয় কর্মীরা। ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আন্দোলনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল।মালদা জেলা কমিটি প্রাক্তন সদস্য সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি প্রাক্তন জেলা সম্পাদিকা ও সভানেত্রী। CONTINUE READING
ছাতনা ব্লকের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার।
বিধায়ক ও সামাজিক সংগঠনের উদ্যোগে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির জন্মদিন পালন।
ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্রনাথ লায়েক।
Shantipur শান্তিপুর পৌরসভার উদ্যোগে, বিভিন্ন জায়গায় প্লাস্টিক বিরোধী অভিযান।
জাতীয় সড়কে পিকআপ ভ্যান এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলো তিন জন যাত্রী।