Wednesday, December 4, 2024
- Advertisement -

এশিয়ান যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা আনলেন বঙ্গতনয়া নেহা বাগ

- Advertisement -

ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগব্যায়াম প্রতিযোগিতায় দুটি বিভাগে দুটি সোনা ও দুটি রূপো জিতে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলা তথা সিঙ্গুরের মেয়ে নেহা বাগ। সিঙ্গুরের বেড়াবেড়ীর এক কৃষক পরিবারের মেয়ে নেহা, ৪ বছর বয়স থেকে তাঁর যোগব্যায়াম অভ্যাসের সূত্রপাত। অবশেষে দীর্ঘ ১৫ বছর কঠোর পরিশ্রমের পর তাঁর এই সাফল্য। পরিবার পরিজন থেকে শুরু করে প্রতিবেশী সকলেই তার এই সাফল্যে অভিভূত।

নেহা নিজেও তাঁর এই সাফল্যে বেশ উৎফুল্ল। নেহার মতে , পরিবারের পাশাপাশি ‘কোন্নগর যোগা এরা’র প্রশিক্ষক গৌরাঙ্গ সরকারের অফুরন্ত সাহায্য ছাড়া তাঁর এই স্বপ্ন সফলই হতো না। পরবর্তীতে নেহা ২০২৩ এর দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments