Monday, January 13, 2025
- Advertisement -

এসডিপিও এর হাত ধরে আদিবাসী গ্রামে পৌঁছালো বিদ্যুৎ পরিষেবা

- Advertisement -

মেহেবুব মাসুম মুর্শিদাবাদ :- ডোমকল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ভাতশালা মন্ডল পাড়া গ্রামে আদিবাসীদের বসবাস ছিল বহু বছর ধরে। তবে ছিলোনা, শহরের আর সমস্ত বাড়ির মতো ইলেকট্রিক ব্যবস্থা। ডোমকল আলোর শহর হলেও। এই সমস্ত আদিবাসীরা ছিলো অন্ধকারে। বাড়িতে ছিলোনা কয়েক দশক ইলেক্ট্রিকের ব্যবস্থা। তারা বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় অভিযোগ জানানোর পরেও ইলেক্ট্রিক সমস্যা পিছু ছাড়েনি। এমন সময় লোক মারফৎ শুনতে পায় ডোমকল মহাকুমা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরীর কাছে গেলে তার সেই ইলেকট্রিকের ব্যবস্থা হবে পারে। দেরি না করে দেখা করেন আধিকারিকের সাথে। তিনার প্রচেষ্টায় ইলেকট্রিকের পরিষেবা দিতে ইলেকট্রিক পোল বসানোর কাজ কিছু দিন আগে শুরু ও শেষ হয়েছে।

মঙ্গলবার আদিবাসী পাড়ায় ইলেকট্রিক পরিষেবার কানেকশন করা হয়। তারা বিদ্যুৎ পরিষেবা পেয়ে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ সহ আপ্লুত। আজ শুভ উদ্বোধন করলেন ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী, ইলেকট্রিক ডিভিশনাল অফিসার স্বপন কুমার মন্ডল, ডোমকল ইলেকট্রিক এস এস গোলাম মইনুদ্দিন আহমেদ সহ আরো অনেকে।

এসডিপিও এর হাত ধরে আদিবাসী গ্রামে পৌঁছালো বিদ্যুৎ পরিষেবা

দুস্থদের কম্বল ও খাদ্য সামগ্রী বিতরনের মাধ্যমে ‘সেবা সপ্তাহ’ পালন বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের

 অভিষেক বন্দোপাধ্যায় ফ্যান ক্লাব তৈরি করলেন এগরার তৃণমূল কংগ্রেসের নেতা জয়ন্ত সাউ

More News – উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ও ঐতিহ্যপূর্ণ মাতা বোল্লা রক্ষা কালীর পুজো শুরু কাল থেকে

জয়দীপ মৈত্র,দক্ষিন দিনাজপুর: প্রসিদ্ধ ও সুপ্রাচীন উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ও ঐতিহ্যপূর্ণ মাতা বোল্লা রক্ষা কালী’ বা ‘বোল্লা কালী’ পুজো আগামী কাল। শুক্রবার সাড়ম্বরে পূজিত হবেন মা “বোল্লা” কালী। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বোল্লা গ্রামে অবস্থিত ঐতিহ্য ও মাহাত্ম্য সমৃদ্ধ রক্ষা কালী মাতা মন্দির। বোল্লা কালী মাতা বলেই সুপ্রসিদ্ধ। প্রতিবছর রাসপূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় ও সোমবারে মায়ের বিসর্জন হয়। এই কয়েকদিন যাবৎ মায়ের পুজোকে ঘিরে বিশাল মেলা হয়। এছাড়াও সারাবছর নিয়মের সাথে সপ্তাহের প্রতি শুক্রবার, শনিবার ও মঙ্গলবারে মায়ের পুজো হয়। এই মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ও ঐতিহ্যপূর্ণ। দুই দিনাজপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও রাজ্য, এমনকি বাংলাদেশ থেকেও বহু মানুষ এই মেলা দেখতে আসেন। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments