হ্যাঁ আপনার আমার মতো সকলেই অবাক। ঘটনার কথা জানাজানি হতেই চোখ কপালে ওঠার মতো অবস্থা দুর্গাপুরের বাসিন্দাদের। মদ কিংবা তামাকজাত দ্রব্যের নেশা আমরা প্রায় শুনেই থাকি কিন্তু এমন ঘটনার কথা আগে কখনো শুনেছেন কি আপনি? বিগত বেশ কয়েক মাস ধরে হঠাৎ করেই কনডমের চাহিদা বেড়েছে বলে স্থানীয় বিক্রেতাদের বক্তব্য। তারা জানিয়েছেন বেশ কয়েক দিন ধরে কলেজ পড়ুয়া অথবা অল্পবয়সী ছেলেমেয়েরা নানান ফ্লেভারের কনডমের খোঁজে আসছে।
তবে অবাক হওয়ার বিষয় হল এটার ব্যবহার নিয়ে। সহবাসের জন্য নয় বরং নেশা করার জন্য এর ব্যবহার বাড়ছে। জানা গিয়েছে, গরম জলে বেশ কিছু
ক্ষণ কনডম ভিজিয়ে রাখলে তার থেকে নির্গত হওয়া অ্যারোম্যাটিক
কম্পাউন্ড থেকে আ্যলকোহল তৈরী হয় যা পান করতে বেশ কিছুক্ষণ নেশা হয়। এখন এই নেশায় বুঁদ হয়ে থাকছে পড়ুয়ারা। স্থানীয় দোকানদারদের কথায় দিনে অন্তত ১৮ থেকে ৪০ প্যাকেট ফ্লেভারের কনডম বিক্রি হচ্ছে। কিন্তু প্রশ্ন একজায়গায় আচমকা এমন নেশা করার পদ্ধতি জানল কিভাবে পড়ুয়ারা?
কনডমের এই নেশার জন্য দোকানে লাইন পর্যন্ত পড়ছে। যদিও এমন নেশার ঘটনা নতুন নয় , এর আগে নাইজেরিয়ায় নেশার জন্য টুথপেস্ট এবং জুতোর কালি বিক্রি ৬ গুণ বেড়ে যায়। তবে স্থানীয় বাসিন্দাদের মতে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা দরকার নইলে ভবিষ্যতে বিপদের মুখে পড়তে হবে অল্পবয়সীদের ।