Friday, December 6, 2024
- Advertisement -

কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক বছর ব্যাপী ডিপ্লোমা কোর্স করানো হয়, জেলার সার , বীজ, কীটনাশক এর ইনপুট ডিলারদের

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : জেলার সার, বীজ, কীটনাশক এর ইনপুট ডিলারদের আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক বছর ব্যাপী ডিপ্লোমা কোর্স করানো হয়। যার নাম ডিপ্লোমা ইন এক্সটেনশন সার্ভিস ফর ইনপুট ডিলার্স। এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প যার মুখ্য কার্যালয় হায়দেরাবাদ এর মেনেজ নামক সংস্থা। এই বছর একটি ব্যাচে 40 জন করে , 80 জন এর 2 টো ব্যাচ চলেছে, তাদের আজ বার্ষিক পরীক্ষা ছিল। ভারত সরকারের আইন অনুযায়ী এই কোর্স না করলে আর কোন সার, বীজ, কীটনাশক এর ব্যবসায়ীদের লাইসেন্স রিনিউ হবে না। পরিসংখ্যানে দেখা গেছে ভারতবর্ষের ৮০০ জন চাষি পিছু ১ জন কৃষি সম্প্রসারণ অধিকর্তা কর্মরত। যা খুবই অপর্যাপ্ত তাই এই ডিপ্লোমা কোর্স এর মাধ্যমে ইনপুট ডিলারদের বিজ্ঞানসম্মত চাষ বিষয়ে শিক্ষিত করা হয় কারন চাষি ভাইদের সব চাইতে বেশি যোগাযোগ চাষ সম্পর্কিত যেকোন বিষয়ে এনাদের সাথে।

বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করা, মাটি, জল ও পরিবেশের স্বাস্থ্য সবল রাখা, যথেচ্ছ কীটনাশক বা রাসায়নিক এর ব্যবহার কমানো, সর্বোপরি ব্যয় কমিয়ে চাষি ভাইদের আয় বৃদ্ধি করা ই এই কোর্সের মূল উদ্দেশ্য। আজ এই পরীক্ষায় পরীক্ষক হিসেবে উপস্তিত ছিলেন ম্যানেজ হায়দেরবাদ এর আধিকারিক শ্রী বানউথ শ্রীনু, সামেটি নরেন্দ্রপুর এর অধিকারীক স্বপ্ন সামুই, বাঁকুড়া জেলার ডিডিএ ট্রেনিং শ্রী মানব ব্যানার্জি, সোনামুখী ব্লক এডিএ দীপা মানি ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের কার্যক্রম সঞ্চালক ড: মৌমিতা দে গুপ্ত।

কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক বছর ব্যাপী ডিপ্লোমা কোর্স করানো হয়, জেলার সার , বীজ, কীটনাশক এর ইনপুট ডিলারদে

More News – ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ায় আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কান্দি থানার পুলিশ গোলাহাট এলাকা থেকে

মুর্শিদাবাদ থেকে আইয়ুব আলী রিপোর্ট – ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কান্দি থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ। শুক্রবার ভোর রাত্রে কান্দি থানার পুলিশ কান্দি সাঁইথিয়া 11 নম্বর রাজ্য সড়কের উপর গোলাহাট এলাকা থেকে কান্দি থানার শ্বাসপাড়ার গ্রামের বাসিন্দা লালু শেখ ও মনিরুল শেখ নামের দুই ব্যক্তিকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হবার অভিযোগে গ্রেপ্তার করে এবং ধৃতদের কাছ থেকে কান্দি থানার পুলিশ একটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। ধৃত লালু শেখ ও মনিরুল শেখ কে শুক্রবারের দিন কান্দি থানার পুলিশ পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি ভাস্কর মজুমদারের এজলাসে পেশ করলে। কান্দি মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি ভাস্কর মজুমদার ধৃত কান্দি থানার শ্বাসপাড়া গ্রামের বাসিন্দা লালু শেখ ও মনিরুল শেখদের তিন দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী চিরঞ্জিত রুজ।

More News – গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক কিশোরী মুর্শিদাবাদের কান্দিতে

মুর্শিদাবাদ থেকে আইয়ুব আলী রিপোর্ট – মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ছাতিনাকান্দি তাতিপাড়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো এক কিশোরী। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে সাথী মন্ডল নামের ক্লাস 11এর এক কিশোরী শুক্রবার স্কুল থেকে বাড়িত ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে সেভাবে কোন কথা বলেন না তাকে জিজ্ঞেস করা হলো সাথে তার পরিবারের সদস্যদের কিছু জানায়না, পড়ে শুক্রবার সন্ধ্যায় সকলের চোখের অলক্ষ্যে নিজের ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে সাথী মন্ডল, কিছুক্ষণ পর সাথী মন্ডলের পরিবারের সদস্যরা সাথীকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে তড়িঘড়ি তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কান্দি মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করে যদিও হাসপাতালে আনার ঘণ্টা ক্ষনিকের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাথী মন্ডলের।

তবে কি কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল সাথী মন্ডল তা এখনও অজানা পরিবারের কাছে। কান্দি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ছাতিনাকান্দি তাতিপাড়া এলাকাজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments