Tuesday, March 18, 2025
- Advertisement -

কেন্দ্রীয় সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে কর্মসূচী বিজেপি ওবিসি মোর্চার।

- Advertisement -

 

পার্থ ঝাঁ,মানিকচক :- কেন্দ্রীয় সরকারের আট বছর পূর্তি উপলক্ষে এবং কেন্দ্রীয় সরকারের আট বছরের উন্নয়নের খতিয়ান জনসাধারণের কাছে তুলে ধরতে কেন্দ্রের নির্দেশে কর্মসূচি গ্রহণ করেছেন দক্ষিন মালদা বিজেপি ওবিসি মোর্চা।

সোমবার,বিকাল নাগাদ মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড় এলাকায় টেবলো নিয়ে কেন্দ্রীয় সরকারের আট বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন আম জনতার কাছে বিজেপি নেতৃত্ব।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিন মালদা বিজেপি ওবিসি মোর্চার সভাপতি উওম ঘোষ,দক্ষিণ মালদা বিজেপি মহিলা মোর্চার সহ সভানেএী মৌসুমী মিএ,মালদা জেলা যুব মোর্চা নেতা সুভাষ যাদব, বিশ্বজিৎ মন্ডল,হরিদাস রায় সহ অনান্যরা।

এদিনের কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে তুলো ধোনা করেন মহিলা মোর্চার সহ সভানেএী মৌসুমী মিএ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments