Tv20 Bangla:- গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক। মৃত যুবকের নাম প্রশান্ত মন্ডল, বয়স আনুমানিক ৩২ বছর। পরিবার সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে ঘরের ভেতরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার। এরপর ঝুলন্ত অবস্থায় ওই যুবককে নামানো মাত্রই চিকিৎসকেরা মৃত বলে জানায়। পরিবারের দাবি, ওই যুবক প্রতিদিনই মদ্যপান করত বাড়িতে এসে পরিবারের সাথে অশান্তি করত গতকাল সন্ধ্যায় ওই যুবকের মা বকাবকি করলে একটি কাপড় নিয়ে গলায় দড়ি দেবে বলে অন্যত্র চলে যায় ওই যুবক। সাথে সাথেই পরিবারের লোকজন ওই যুবকের পেছনে ছোটে, সকলের চোখে ধুলো দিয়ে ওই যুবক বাড়িতে এসে ঘরের মধ্যে ঢুকে ঘরের ভেতরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। পরিবারের লোকজন ঘরের দরজা খুলতেই দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই যুবক। স্বভাবতই যুবকের আত্মঘাতীর ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার। বুধবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ, এছাড়াও ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক।
MORE NEWS – লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে রাজ্যসরকারের “সুফল বাংলা স্টল” যেন সস্তি দিল মধ্যবিত্তদের ঘরে।
গোপাল বিশ্বাস, নদীয়া:- লাগামছাড়া বাজারদর এবং অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নবান্নে এক টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু করেন। সুফল বাংলা আউটলেট 322 থেকে বাড়িয়ে 500 টি করা হয়েছে। তিনি বলেন টোল ট্যাক্সের কারণে বেশ কিছুটা দাম বাড়ছে তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এর সাথে বিশেষ নজর রাখা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কালোবাজারি কেউ করছে কিনা সে বিষয়ে। নদীয়ার শান্তিপুরের শিল্পকলা সমবায় সমিতির একটি ভ্রাম্যমাণ সুফল বাংলার স্টল বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে বিক্রি করছেন আনাজ ভোজ্যতেল রান্নার মসলা আলু পিয়াজ সহ বিভিন্ন আনাজ তরমুজ আঙ্গুর সহ বিভিন্ন ফল। CONTINUE READING
নদীয়ায় আদালতের নির্দেশে দীর্ঘপাঁচ মাস পরে কবর থেকে কঙ্কাল তুলে তদন্ত শুরু।
সেনাকর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মালদায়।
আটটি নতুন দেশি পিস্তল এবং পাঁচটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।