কাজল মিত্র আসানসোল :- নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিব্যাগ সাধারন মানুষ থেকে ক্রেতা বিক্রেতারা যাতে ব্যাবহার না করে সেই লক্ষ্যে তথা আসানসোল শহর কে গ্রীন আসানসোল ক্লিন আসানসোল গড়ে তুলতে
শহরে সচেতনতামূলক শোভাযাত্রা সংগঠিত করল
আসানসোল পৌর নিগমের কুলটি বোরো কার্যালয় কর্তৃপক্ষ। সচেতনতামূলক এই শোভাযাত্রায় অংশ নেন
আসানসোল পৌর নিগমের কুলটি বোরো ৮ এর এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সুভাষিশ দে এসআই সুরঞ্জিৎ রায় সুপার ভাইসার সান্তনু মাহাতা সহ কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ কর্মীরা।
রাজ্যজুড়ে প্ল্যাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ করার উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় এবং নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের উদ্যোগে শনিবার সকালে কুলটি বোরো কার্যালয় থেকে সচেতনতা মূলক এক রেলি বের করা হয় ।
এর আগেও বহুবার আসানসোল পুর এলাকার প্রতিটি বাজারে এবং রাস্তার দুধারে দোকানদারদের নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিব্যাগ ব্যাবহার না করার জন্য অভিযান চালায় পুরসভা কর্তৃপক্ষ।
তবে এবার আগামী ১ লা জুলাই থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ বাজারে নিষিদ্ধ হতে চলেছে আর তাই জনসাধারণ – কে অনুরোধ করা হলো যে প্লাস্টিক কেরী বেগের পরিবর্তে থলে ব্যাগ ব্যবহার করতে।
শহরের সর্বসাধারন মানুষ এবং ব্যাবসায়ী দোকানদার সহ ক্রেতা বিক্রেতাদের সচেতন করার লক্ষ্যে এই সচেতনতামূলক শোভাযাত্রাটি নিয়ামতপুর চিত্তরঞ্জন রোড হয়ে নিয়ামতপুর নিউ রোড , জী টি রোড হয়ে স্টেশন রোড হয়ে কুলটি বোরো কার্যালয়ে গিয়ে শেষ হয়।এই রেলির মাধ্যমে নিয়ামতপূরের বিভিন্ন এলাকায় সচেতনতা মূলক প্রচার করা হয় । পুরসভা কতৃপক্ষ ছাড়াও বহু সাধারন মানুষ, ব্যাবসায়ী সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সচেতনতামূলক এই শোভাযাত্রায় অংশ নেন।