পার্থ ঝা, মানিকচক :- করোনা আবহে দীর্ঘ দুই বছর ধরে প্রাথমিক বিদ্যালয় গুলি বন্ধ। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিশুরা আগামী দুই বছর ধরে স্কুলের মুখ দেখে নি। বিদ্যালয় শিশুদের বিভিন্ন মানসিক ও সামাজিক বিকাশ সাধন করে। কিন্তু কোরনা মহামারীর জন্য সমাজের ক্ষুদ্র সংস্করণ অর্থাৎ বিদ্যালয় দুই বছর ধরে বন্ধ। নেট দুনিয়ায় ঝড় উঠেছে এবং বিভিন্ন শিক্ষাবিদরা চাইছেন প্রাথমিক বিদ্যালয়কে ২০২২ বর্ষের জানুয়ারি থেকে খুলে দিলে শিশুদের মানসিক ও সামাজিক বিকাশ লাভ হবে। জানুয়ারিতে
আমাদের প্রতিনিধি পার্থ ঝা ঘুরে বেড়ালেন বিভিন্ন বিদ্যালয়ে। কথা বললেন অভিভাবক বিদ্যালয়ে ভর্তি হতে আসা ছাত্র , প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের সঙ্গে। উভয়ের মতামত বিদ্যালয় খুলে গেলে শিশুদের বিকাশ হবে।
শিক্ষক শিক্ষিকারা চাইছেন কভিড বিধি মেনে অল্প সংখ্যক ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রাথমিক বিদ্যালয় খুলে গেলে ভালো হতো।
শিক্ষকরা বলছেন, আমাদের অনেক অভিভাবক জিজ্ঞেস করে কবে খুলবে বিদ্যালয়? উত্তরে আমরা বলি রাজ্য সরকারের নির্দেশ পেলেই আমরা তড়িঘড়ি বিদ্যালয় খুলবো। বিদ্যালয় খুলে গেলে আবার বিদ্যালয় গুলি ফিরে পাবে তাদের শিশুদের , আনন্দ হাসি ও চিৎকারে পুনরুজ্জীবিত হবে সমস্ত বিদ্যালয়।
জানুয়ারিতে প্রাথমিক বিদ্যালয়গুলি খোলা নিয়ে অভিভাবক ও শিক্ষকদের মতামত
বাঁকুড়া জেলার স্বাধীনতা সংগ্রামী মানিক চন্দ্র রায়ের অর্ধাঙ্গিনী পার্বতী দেবীর জীবনাবসান
মেয়ের বিয়ের সাহায্যে দরবার করেও আত্মীয়-পরিজনদের কাছে মেলেনি কোনো সহযোগিতা।
শীতের মরসুমে কম খরচে গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখেন চাষীরা
আরও খবর- খবর সংগ্রহ করতে যাওয়ার পথে দুস্কৃতিদের হাতে আক্রান্ত সাংবাদিক, ভাংচুর বাইক
মালদা, হরিশ্চন্দ্রপুর- সকালে মালদহের হরিশ্চন্দ্র পুর থানার অন্তর্গত রাঙ্গাই পুর এলাকায় খবর সংগ্রহ করতে যাওয়ার পথে মঙ্গল এলাকায় স্থানীয় দুষ্কৃতী বাবর আলি ওরফে বাবলু ও চার থেকে পাঁচজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী রাস্তা আটক করে প্রথমে মোবাইল ও বাইকের চাবি কেড়ে হাবিবুর রহমান ওরফে হাবিব খাঁন ও তার ক্যামেরা পার্সেন সাইরাজ ইসলামকে মারধোর করার পাশাপাশি নতুন টু টুয়েন্টি মোবাইল বাইক ভাংচুর করে বলে অভিযোগ। এমনকি এই ঘটনায় সাংবাদিক ও ক্যামেরা ম্যান চিৎকার চেঁচামেচি করলে তাদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মারধর ও ভাংচুর চালায় অভিযুক্তরা। Continue Reading