জুনিয়র ডাক্তাররা কি এবার কর্মবিরতি তুলছে?
স্টাফ রিপোর্টার :- এখন পর্যন্ত চূড়ান্ত খবর না পাওয়া গেলেও একটা বিষয় স্পষ্ট যে সিনিয়র চিকিৎসকদের পরামর্শ তারা সম্পূর্ণ উপেক্ষা করতে পারবে না। প্রায় ১০ ঘণ্টা ধরে প্যান বৈঠক চলে জুনিয়র ডাক্তারদের। দীর্ঘ বৈঠকে পূর্ণ কর্মবিরতির রাস্তা থেকে সরে আসা নিয়ে বিস্তারিত চর্চা হয়েছে বলে খবর। এরপরেই পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে এখন পর্যন্ত তারা তা ঘোষণা করে নি।
যা খবর, আজ শুক্রবার একটি প্রতিবাদ মিছিল করতে চলেছেন চিকিৎসকরা।সেখান থেকেই আগামিদিনে আন্দোলন ঠিক কোন পথে চলবে তা ঘোষণা করা হতে পারে। এমনকি কর্মবিরতি তোলা নিয়েও ঘোষণা হতে পারে।
পুজোর দিনগুলিতে বিভিন্ন প্যান্ডেলে অভয়া ক্লিনিক তৈরি করা হতে পারে। যেখানে একদিকে চিকিৎসাও দেওয়া যাবে, অন্যদিকে অভয়ার বিচারের দাবিও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এই সমস্ত বিষয় নিয়ে প্যান জিবি’তে আলোচনা হয়েছে। এখন শুধুই ঘোষণা বাকি। বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা একটি কনভেনশনের ডাক দেন। যেখানে সংশ্লিষ্ট হাসপাতালের সব ডিপার্টমেন্টের সিনিয়র ডাক্তাররা উপস্থিত ছিলেন। তাঁরা পরামর্শ দেন, প্রতিবাদ চলুক কিন্তু মানুষ যেন পরিষেবা থেকে বঞ্চিত না হয়। সম্ভবত সেই রাস্তাতেই হাঁটতে চলেছে জুনিয়র ডাক্তাররা।