Friday, December 6, 2024
- Advertisement -

জোটের প্রশ্নে মমতার প্রস্তাবকে হাস্যকর বললেন অধীর চৌধুরী, সাংবাদিক বৈঠকে এমনকী যেচে আমন্ত্রণ গ্রহন করছেন বলেও কটাক্ষ করলেন তিনি

- Advertisement -

জোটের প্রশ্নে মমতার প্রস্তাবকে হাস্যকর বললেন অধীর চৌধুরী, সাংবাদিক বৈঠকে এমনকী যেচে আমন্ত্রণ গ্রহন করছেন বলেও কটাক্ষ করলেন তিনি। মেহেবুব মাসুমের প্রতিবেদন :- আর কয়েকদিন বাদে অনুষ্ঠিত হতে চলেছে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন । আর এই নির্বাচন নিয়ে রাজ্য রাজনীতি মহলে উঠে এসেছে নানান চর্চা । বেশ কিছুদিন আগে গোয়ায় একটি তৃনমূলের কর্মসূচিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বিজেপি বিরোধী জোটের বিষয়ে একটি ট্যুইট করেছিলেন সেই ট্যুইটে কংগ্রেসকে ট্যাগ করে জোটের প্রস্তাব দিয়েছিলেন । সেই ট্যুইট কে কেন্দ্র করে একাধিক বার রাজনীতি মহলে উঠে এসেছে নানান প্রশ্ন । তাহলে কি এবার সত্যি সত্যিই কংগ্রেস তৃনমূল বিজেপি বিরোধী ঐক্য জোট তৈরী হচ্ছে ।

কিন্তু সব জল্পনাকে উড়িয়ে দিয়ে এই জোটের প্রসঙ্গকে টেনে কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন ঘাতক হয়ে কংগ্রেসকে শেষ করো আর সনিয়া গান্ধীকে জোটের জন্য ডাকো। এ দুটো একসঙ্গে হতে পারে না। এর আগে দিদি মেঘালয়, ত্রিপুরা দখলের ডাক দিয়েছিলেন। নিট ফল দাঁড়ায় শূন্য।” কংগ্রেসকে জোট করার আহ্বান জানানোর প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী । তিনি আরও বলেছেন, জোট তো সেই ২০২১ থেকেই আছে। কিন্তু দিদিভাই কংগ্রেসকে বাদ দিয়ে জোট করতে এবার একা হয়ে যাচ্ছেন, হালে পানি পাচ্ছেন না, তাই এবার তাঁর নতুন স্লোগান কংগ্রেসের সঙ্গে জোটের।

জোটের প্রশ্নে মমতার প্রস্তাবকে হাস্যকর বললেন অধীর চৌধুরী, সাংবাদিক বৈঠকে এমনকী যেচে আমন্ত্রণ গ্রহন করছেন বলেও কটাক্ষ করলেন তিনি

পৌরসভা নির্বাচনের আগে জোর ধাক্কা শাসকদল তৃণমূল কংগ্রেসে

তিনি এ বিষয়টিকে অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বলেন, “মমতা বলছেন সনিয়া গান্ধী জোটের জন্য তাঁকে ডাকুন। ব্যাপারটা দাঁড়াল, সিভিক পুলিশ এসপিকে বলছে আমার কাছে প্যারেড করা শেখো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তা হাস্যকর।” তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কংগ্রেসকে বাদ দিয়ে জোটের কথা বলেছিলেন। আর এখন তাঁর কাছ থেকে অন্য দলগুলো যখন একে একে সরে যাচ্ছে তখন নতুন করে তিনি জোটের কথা বলছেন। অধীর চৌধুরীর এই বক্তব্যের ফলে কংগ্রেস-তৃণমূল জোটের ক্ষেত্রে জট আরো বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments