পার্থ ঝাঁ ,মানিকচক:-ডাকাতির কার্যকলাপ ঘটানোর আগের ছক বানচাল করল মানিকচক থানার পুলিশ বাহিনী।একাধিক আগ্নেয়াস্ত্র সহ তিনজন দুস্কৃতিকে গ্রেপ্তার করল।
জানা গেছে,মালদহের মানিকচকের বালুটোলা এলাকার একটি আম বাগানে জমায়েত ছিল তিনজনের ডাকাত দল।গোপন সূএ মারফত খবরে মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দেয় আম বাগানে।সেখানে বিপুল পরিমানে আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।ধৃতরা হলেন মোহাম্মদ কার্নেল আনোয়ার(১৯),নূর হোসেন(২৬) এবং কাশিম আলি(৩৯)।সকল দুস্কৃতিদের বাড়ি গোপালপুর জিসারতটোলা এলাকায়।
ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে একটি বড় মাস্কেট বন্দুক,একটি বন্দুক সহ চার রাউন্ড গুলি।রবিবার মানিকচক থানার পুলিশ পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করেন।