নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা:- ডাকাতির ছক বানচাল করল মিনাখাঁ থানার পুলিশ। উদ্ধার চারটি আগ্নেয়াস্ত্র সহ ৯ রাউন্ড গুলি, ও একটি ধারালো অস্ত্র সহ দুটি মোটর বাইক উত্তর ২৪ পরগনার মিনাখাঁর ধুতুরদহ গ্রাম পঞ্চায়েতের রাসখোলা মাঠ সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয় বেশ কিছু দুষ্কৃতী জড়ো হয়েছে, এমনটাই খবর আসে মিনাখাঁ থানার পুলিশের কাছে। খবর পাওয়া মাত্র শনিবার ভোররাতে ওই এলাকায় হানা দেয় মিনাখা থানার পুলিশ। পুলিশকে দেখে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন দুষ্কৃতীদের পেছনে ধাওয়া করে দুই দুষ্কৃতী কে পুলিশ ধরে ফেলে বাকি আরো কয়েক জন দুষ্কৃতী ছিল তারা পলাতক। ধৃত ওই দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয় তিনটি ওয়ান শাটার পিস্তল, একটি সিক্স এমএম বন্দুক, একটি ধারালো অস্ত্র। ধৃত ওই দুই ব্যক্তির নাম আব্বাস গাজী ও জিয়ারুল গাজী। সেইসঙ্গে উদ্ধার করা দুটি মোটর বাইক বাজেয়াপ্ত করে মিনাখা থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আইনি মামলা রুজু করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট আদালতে পাঠিয়েছে মিনাখা থানার পুলিশ।
ডাকাতির ছক বানচাল করল মিনাখাঁ থানার পুলিশ।
MORE NEWS – বনগাঁ স্টেশন এলাকায় রেলের উদাসীনতার করণে অগ্নিকান্ড৷
নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা:- শনিবার দুপুরে বনগাঁ থানার রেল বাজার সংলগ্ন এলাকায় পরপর দুই তিন টি দোকানে হঠাৎ আগুন লেগে সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৷ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকারও বেশি ব্যবসায়ীদের দাবি৷ এলাকাবাসীদের কথায় ওই দোকান সংলগ্ন এলাকায় রেলের একটি ভ্যাট আছে সেখানে প্রতিদিন রেলের সমস্ত ময়লা আবর্জনা পোড়ানো হয় ,সেখান থেকেই এদিন আগুন লেগেছে বলে তাঁদের ধারণা৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানা এলাকার রেল বাজারের বাটা মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। এব্যপারে তিনি অভিযোগ করে বলেন সম্পূর্ণভাবে রেলের উদাসীনতার কারণে এদিনের অগ্নিকাণ্ড ঘটেছে৷ বহুবার পুরসভার পক্ষ্ থেকে রেলকে ওই স্থানের ভ্যাট পরিস্কার করার কথা বলা হলেও তা সময়মত পরিস্কার না করে দীর্ঘদিন পরে ওখানকার নোংরা আবর্জনায় আগুন ধরিয়ে পরিস্কার করা হয় বলে জানা গিয়েছে৷ CONTINUE READING