উত্তর ২৪ পরগনা, বনগাঁ, নিশীথ দাস, TV-20 বাংলা :- উত্তর ২৪ পরগনা বনগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুটিবাড়ি কিষাণ মান্ডির সামনে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসতেন এই ওয়ার্ডের কাউন্সিলর দিপালী বিশ্বাস। তার অভিযোগ শনিবার রাতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পৌর প্রধান শংকর আঢ্য তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের আলমারি টিভি বের করে নিয়ে তালা মেরে দিয়ে যায়। এই অভিযোগে রবিবার সকাল ১০.৩০ থেকে বনগাঁ বাগদা সড়কের কুঠিবাড়ি এলাকায় কিষাণ মান্ডির সামনে পথ অবরোধ শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পরে সাধারণ মানুষের সমস্যার কথা চিন্তা করে অবরোধ তুলে নেয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বনগাঁ এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দিপালী বিশ্বাস এর দাবি যতক্ষণ না তাদের পার্টি অফিস খুলে দেওয়া হচ্ছে ততক্ষণ তাদের অবরোধ চলবে। কিন্তু পরবর্তীতে সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। তৃণমূলের গোষ্ঠী,তৃণমূলের গোষ্ঠী
তৃণমূলের গোষ্ঠী কোন্দলে তৃণমূলের পার্টি অফিসে তালা দেওয়ার অভিযোগে কাউন্সিলরের উপস্থিতি বনগাঁ বাগদা রাস্তা অবরোধ বনগাঁতে।
MORE NEWS – কর্মসূত্রে ভিন রাজ্যে গিয়ে নিখোঁজ শান্তিপুরের এক যুবক।
Tv20 Bangla:- বাবা ভ্যান চালায়, মা অন্যের বাড়িতে রান্নার কাজ করে, সংসারের হাল ফেরাতে একমাত্র ছেলে মুম্বাই যায় কাজের উদ্দেশ্যে। কিন্তু চার মাস অতিক্রান্ত করলেও কোন যোগাযোগ নেই পরিবারের সঙ্গে। ছেলের ছবি আঁকড়ে চোখের জল নিয়ে প্রশাসনের দরজায় বাবা-মা। চাইছেন একমাত্র ছেলে ঘরে ফিরে আসুক। নদীয়ার শান্তিপুর থানার গোডাউন পাড়া এলাকার ঘটনা। গোডাউন ভাড়া বছর ২৯ এর যুবক সন্তোষ বিশ্বাস। বাবা নিমাই বিশ্বাস ভ্যানচালক। মা মিরা বিশ্বাস অন্যের বাড়িতে রান্নার কাজ করেন। এভাবেই কোনরকমে সংসার চলছিল তাদের। তবে সংসারে আর্থিক অনটন লেগেই থাকত। এবার অর্থনৈতিক দিক থেকে একটু সচ্ছল হওয়ার আশায় ওই এলাকারই এক যুবকের সঙ্গে ৪ মাস আগে মুম্বাই কাজের জন্য গিয়েছিলেন সন্তোষ বিশ্বাস। বাড়িতে বলেছিলেন রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করতে তিনি যাচ্ছেন। তার মা-বাবা অনেক মানা করেছিল তা সত্ত্বেও মুম্বাইয়ের বিরাটি তে কাজে যান। CONTINUE READING
সাতজন সদস্য নিয়ে শুরু, আজ হরিশ্চন্দ্রপুরে বিভিন্ন দল ছেড়ে আপে যোগদান শতাধিক।
দু দিন নিখোঁজ থাকার পর অবশেষে পুকুর থেকে উদ্ধার হল যুবকের পচা-গলা মৃতদেহ।