Friday, December 6, 2024
- Advertisement -

দক্ষিণেশ্বরের নতুন থানার শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার৷

- Advertisement -

নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা:- উত্তর ২৪ পরগনা দক্ষিণেশ্বরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নতুন থানার শুভ উদ্বোধন হল, এই নতুন থানা উদ্বোধনে এসে বিতর্কিত মন্তব্য করলেন দমদমের বিধায়ক সাংসদ সৌগত রায়। তিনি বলেন, একটা ব্যাপার সবাইকে চিন্তিত করছে আমি জানি না সেটা সংবাদ মাধ্যমের প্রচারের জন্য কি না কিন্তু সকলেই চিন্তিত মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায়। এখানে দক্ষিণেশ্বর থানা তে একেবারে জিরো টলারেন্স করতে হবে। কোন রকম কোন ঘটনা ঘটলে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে একটা ঘটনাও যদি ঘটে সেটা আমাদের খুবই লজ্জার হবে। আমি আশা করি পুলিশ প্রশাসন সেই দিকে নজর রাখবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোজ কুমার ভার্মা (আই পি এস) সৌগত রায়( বিধায়ক ) প্রমথ রায়,মদন মিত্র, তাপস রায়, গোপাল সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ 

দক্ষিণেশ্বরের নতুন থানার শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার৷

MORE NEWS – চন্দ্রচুর মন্দিরে সকলের মঙ্গল কামনায় পুজো দিলেন আসানসোল লোকসভা উপনির্বাচন এর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

কাজল মিত্র:- আসানসোলের বাইপাস স্থিত চন্দ্রচূড় মন্দিরে নীলষষ্ঠী উপলক্ষে দেখা গেল ভক্তদের সমাগম।দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন একই সাথে এদিন মন্দিরে পুজো দিতে এলওন আসানসোল লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।তিনি সবার জন্য মঙ্গল কামনা করেন, মন্দিরে এসে প্রার্থনা করেন এবং পূজো দেন। নীল পুজোর একদিন আগেই আসানসোল লোকসভা উপনির্বাচন শেষ হয়েছে যার ফলাফল ১৬ তারিক হবে। আর ফলাফলের আগেই চন্দ্রচুর মন্দিরে সকলের মঙ্গল কামনায় পুজো দিলেন আসানসোল লোকসভা উপনির্বাচন এর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তিনি বলেন, মঙ্গলবার নির্বাচনে মোট সিক্সটি এইট পারসেন্ট ভোট হয়েছে।আর আমি ১০০% আশাবাদী যে আমি এই উপ-নির্বাচনে জয় যুক্ত হবো। CONTINUE READING

লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে রাজ্যসরকারের “সুফল বাংলা স্টল” যেন সস্তি দিল মধ্যবিত্তদের ঘরে।

নীল পূজা উপলক্ষে পরিবারের সাথে গঙ্গায় স্নান করতে এসে জলে তলিয়ে গেল এক যুবক।

রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অধীনে ফুলচাষ বিষয়ে বিষ্ণুপুর সাব ডিভিশনের 30 জন চাষিকে দেওয়া হল একদিনের প্রশিক্ষণ।

গোপন সুত্রে খবর পেয়ে ক্রেতা সেজে এক কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করল বনদপ্তর।

বাল্যবিবাহ রোধে কোতুলপুর এর বিভিন্ন স্কুলে স্কুলে প্রচার প্রশাসনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments