Monday, January 13, 2025
- Advertisement -

দু দিন নিখোঁজ থাকার পর অবশেষে পুকুর থেকে উদ্ধার হল যুবকের পচা-গলা মৃতদেহ।

- Advertisement -

নদীয়া, মাধব দেবনাথ:- পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটে নদীয়া ধানতলা থানার বহিরগাছি এলাকায়। পরিবার সূত্রে জানা যায় 2 দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও খোঁজ না পেয়ে অবশেষে পরিবারের পক্ষ থেকে একটি মিসিং ডায়েরিও করা হয় থানায়। জানা যায় যুবকের নাম মুকেশ ঠিকাদার, বয়স আনুমানিক 27 বছর। এর পরই বাড়ি থেকে কিছুটা দূরেই একটি পুকুরে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে বডি টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। অভিযোগের ভিত্তিতে, যুবকের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ। দু দিন নিখোঁজ,দু দিন নিখোঁজ

দু দিন নিখোঁজ থাকার পর অবশেষে পুকুর থেকে উদ্ধার হল যুবকের পচা-গলা মৃতদেহ।

MORE NEWS – Tarakaswar তারকেশ্বরের মন্দির সংলগ্ন রোড এলাকায় একটি হোটেল থেকে প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।

কলম বড়া, পূর্ব বর্ধমান:- Tarakaswar  তারকেশ্বরের মন্দির সংলগ্ন রোড এলাকায় একটি হোটেল থেকে প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর এদিন শুক্রবার মন্তেশ্বরে বাড়িতে ওই দুজনের বাড়িতে শোকের ছায়া ছবি ধরা পড়ল। মন্তেশ্বরের লোহার গ্রামে বাড়ি মৃত ওই যুবক বাপন ঘোষ এবং পূজা হাজরার। দুজনই বিবাহিত যদিও পূজা স্বামী পরিত্যক্তা। এরপরই ফোন মারফত দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। বিগত চারদিন আগে তারা পালিয়ে যায়। এরপরই গতকাল তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর এদিন শুক্রবার তারকেশ্বর এলাকায় একটি হোটেল থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই মন্তেশ্বরের লোহার গ্রামে দুটি পরিবারেই নেমেছে শোকের ছায়া। CONTINUE READING

বাঙ্গিটোলা জোতকস্তুরী এলাকায় ভাঙ্গন রুখতে, ভাঙ্গন প্রতিরোধ কাজের শুভ সূচনা হল।

কর্মসূত্রে ভিন রাজ্যে গিয়ে হোটেলের বাথরুমের ভেতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী শান্তিপুরের এক যুবক।

Biriyani বিরিয়ানি তো খান, কিন্তু জানেন কি কেন লাল কাপড়েই মোড়া থাকে সমস্ত বিরিয়ানির হাঁড়ি?

Ganga গঙ্গাসাগরে জলস্বপ্ন প্রকল্পের উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা।

পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের বিজেপি  এবং বাম, কংগ্রেস ছেড়ে প্রায় ৫০০ কর্মী তৃণমূলে যোগদান করলেন।

Govt: of West Bengal রাজ্য সরকারের তরফে প্রতিটি স্কুলে মিড ডে মিল বসে খাওয়ার জন্য স্থায়ী আসন তৈরি করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments