মমতা ব্যানার্জির নির্দেশের পরেই তল্লাশি চালিয়ে দেশি রিভলভার, কার্তুজ এবং ধারালো অস্ত্রসহ ৪ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তদের এদিন রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। নদীয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা। উল্লেখ্য রামপুরহাটের ঘটনার পর মুখ্যমন্ত্রী নিজেই ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে গিয়েই প্রকাশ্যে রাজ্য পুলিশের ডিজি কে নির্দেশ দেন আগামী ১০ দিনের মধ্যে বেআইনি অস্ত্র উদ্ধার অভিযানে নামতে হবে পুলিশকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তল্লাশি চালাচ্ছে জেলা পুলিশ। গতকাল রাতে শান্তিপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মোট চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। ইন্দ্রজিৎ ঘোষ, শ্যামল সিকদার, রাজীব সেখ এবং সাবির সেখ কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল একটি কার্তুজ এবং একটি বড় সাইজের ধারালো অস্ত্র উদ্ধার হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তারা কোথা থেকে এই অস্ত্রটি পেয়েছিল এবং কি কারণে তাদের কাছে অস্ত্র মজুদ ছিল। শুক্রবার ধৃতদের রানাঘাট আদালতে তোলা হয়।
দেশি পিস্তল, কার্তুজ এবং ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ৪।
More News- বৃহস্পতিবার ষষ্ঠ অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো লক্ষীপুর অঞ্চলে
উত্তর অমিত জীবন রায়, দিনাজপুর :- আগামী গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে লক্ষীপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। এ সম্মেলনে ব্লকের এবং জেলার একাধিক নেতৃত্ব উপস্থিত থাকলেও কর্মীদের সংখ্যা নিয়ে জল্পনা দানা বাঁধছে। বিগত বিধানসভা নির্বাচনের আগে লক্ষিপুর অঞ্চল কংগ্রেসের দখলে ছিল কিন্তু বিধানসভা নির্বাচনে লক্ষীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ভালো ফলাফল হয়েছিল ঠিকই, তার পরেও আজকের এই সম্মেলনে তৃণমূল কর্মীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা অভাব লক্ষ্য করা গেল, চেয়ার পড়েছিল ফাঁকা ।
অঞ্চল কমিটির পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা রাখা সত্ত্বেও কেনইবা আজকে জামায়াত করা যায়নি তা নিয়ে প্রশ্নের দানা বাধতে শুরু করেছে লক্ষীপুর অঞ্চলের উচ্চ নেতৃত্তের মধ্যে, এব্যাপারে মোঃ আব্দুল ওই মঞ্চ থেকে কর্মীদের উপর করা ভাষায় আক্রমণ করে বিতর্ক জরায়,তিনি বলেন আমরা আজকের এই সভা থেকে সকলের উপরে লক্ষ রেখেছি আগামীতে আমরা সমস্ত রকম পদক্ষেপ নিব দলগতভাবে, এই ব্যাপারে লক্ষীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন তেমন কোনো বিষয় নেই আমরা আমাদের মতো সমস্ত কর্মীদের নিয়ে যথাসাধ্য ভাবে অঞ্চল সম্মেলনের আয়োজন করেছি ।