Tuesday, March 18, 2025
- Advertisement -

নদীয়ার শান্তিপুরে চলন্ত ট্রেনের ধাক্কায়, মৃত রেল লাইনের বসবাসকারী এক ব্যক্তির

- Advertisement -

গোপাল বিশ্বাস,  নদীয়া:- চলন্ত ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি শান্তি পুর দুই নম্বর রেল গেট সংলগ্ন রেল লাইনের। জানা যায় শান্তি পুর দুই নম্বর রেল গেট সংলগ্ন এলাকার বাসিন্দা চন্দ্র পাল বয়স আনুমানিক চল্লিশ বছর পেশায় তিনি একটি মিষ্টির দোকানের কর্ম চারী হিসেবে কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যা কালীন ওই ব্যক্তি শ্বশুর বাড়িতে গিয়েছিলেন, রাত্রি আটটা নাগাদ শ্বশুর বাড়ি থেকে রেল লাইন ধরে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছিলেন। ঠিক তখনই শান্তি পুর দু নম্বর রেল গেটের কাছে আসতেই পিছন থেকে ছুটে আসা ট্রেন খেয়াল করতে পারিনি চন্দ্র পাল, এর পরেই ঘটে দুর্ঘটনা। চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে রেল লাইনের পাশে। খবর ছড়াতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর রেল পুলিশ এছাড়াও ছুটে আসে এলাকার লোক জন।

নদীয়ার শান্তিপুরে চলন্ত ট্রেনের ধাক্কায়, মৃত রেল লাইনের বসবাসকারী এক ব্যক্তির

তৎক্ষণাৎ শান্তি পুর রেল পুলিশ ও এলাকার বেশ কিছু যুবক শান্তি পুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। যদিও এলাকার একাংশ মানুষের দাবি, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় রেললাইনের উপর দিয়ে হাটছিল যার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যদিও চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এছাড়াও এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নদীয়ার শান্তিপুরে

আজ পূর্ব বর্ধমানের 2 নম্বর ব্লকের শক্তিগড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ এর কর্মসূচি 

এবার পথ দুর্ঘটনার কবলে পড়ল বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের আই এন টি ইউ সি এর সভাপতি সোমনাথ মুখার্জীর গাড়ি ।

 অভিষেক বন্দোপাধ্যায় ফ্যান ক্লাব তৈরি করলেন এগরার তৃণমূল কংগ্রেসের নেতা জয়ন্ত সাউ

আরও খবর- রাজ্যে পুলিশের স্থায়ী DG পদে নিয়োগ করা হলো মনোজ মালব্য কে আগামী ২ বছরের জন্য তিনি এই পদে বসতে চলেছেন

মেহেবুব মাসুম  :-অনেক দিন ধরেই জল্পনা চলছিল ১৯৮৬ সালের IPS ব্যাচের আধিকারিক মনোজ মালব্যই হয়তো এই পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডাইরেক্টর অফ জেনারেল (DG) পদে বসতে  পারেন । অবশেষে সেই জল্পনাকে সিলমোহর দিয়ে আগামী দু’বছরের জন্য রাজ্য পুলিশের ডিজি-র  দায়িত্ব সামলাবেন তিনি। এত দিন অস্থায়ী ডিজি-র দায়িত্ব সামলাচ্ছিলেন। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments