Saturday, December 7, 2024
- Advertisement -

নদীয়ার হাঁসখালিতে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৮। দুর্ঘটনার কারণ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

- Advertisement -

পোপাল বিশ্বাস, নদীয়া :- ঘন কুয়াশা, অত্যাধিক গতি নাকি মদ্যপ অবস্থায় ড্রাইভার ? মর্মান্তিক পথ দুর্ঘটনার কারণ নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা ১৮ হয়েছে। গতকাল গভীর রাতে নদীয়ার হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকার রাজ্য সড়কে একটি পাথর বোঝাই লরির সঙ্গে 407 ম্যাটাডোর এর সরাসরি সংঘর্ষ ঘটে। জানা যায় উত্তর 24 পরগনা বাগদা থানার মদনপুর এলাকার একটি বয়স্ক মৃতদেহ নিয়ে প্রায় 30 জনেরও বেশি শ্মশান যাত্রী নবদ্বীপ শ্মশানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ওই 407 গাড়িটিতে পুরুষের সঙ্গে মহিলা এবং শিশু ছিল বলে জানা যায়। গতকাল গভীর রাতে হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় একটি পাথর বোঝাই লরি সঙ্গে সরাসরি ধাক্কা মারে ওই 407 গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একাধিক শ্মশান যাত্রীর। প্রাথমিক ভাবে যারা বেঁচে ছিলেন তারাই উদ্ধার কাজ শুরু করে।

নদীয়ার হাঁসখালিতে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৮। দুর্ঘটনার কারণ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

গভীর রাত হওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা অনেক পরে ঘটনাস্থলে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাঁসখালি থানার পুলিশ। তাদের প্রত্যেকের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক ভাবে 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও আজ নতুন করে আরও 1 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ মৃতের সংখ্যা বেড়ে 18। স্থানীয় বাসিন্দাদের দাবি গাড়ির গতিবেগ অনেক বেশি থাকার কারণে এবং কুয়াশা পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। রানাঘাট থানার এস ডি পি ও দীপক অধিকারী বলেন, দুর্ঘটনার কারণ নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে তদন্ত চলছে আদেও গাড়িচালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তানিয়ে তদন্ত করছি আমরা।

More News – আজ মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত সৈয়দ কুলুট গ্রামের ১২ ক্লাসের ছাত্রী সুইটি খাতুন নামে ১৭ বছরের এক কিশোরী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে বলে জানা গিয়েছে

আইয়ুব আলী, ভরতপুর, মুর্শিদাবাদ :- জানা যায় সুইটি খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার চিকিৎসা চলছিল। মেয়েটির বাবা লাইব শেখ দিন মজুর মা গৃহবধূ। অভাবের সংসার ঠিকমত ডাক্তার দেখাতে পারতেন না সুইটি খাতুনের পরিবার। তার মধ্যেই মেয়েকে নিয়ে কলকাতায় ডাক্তার দেখাতে যেতেন বাবা লাইব শেখ। পাড়া-পড়শীরা জানান মেয়েটি মানসিক ভারসাম্য হীন ছিলো। সোমবার সকালে মা মুদি খানার Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments