Wednesday, December 4, 2024
- Advertisement -

নিম্নচাপের জেরে ব্যাপক ক্ষতির আশঙ্কায় আলুচাষিরা

- Advertisement -

সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : -গতকাল থেকে বাঁকুড়া জেলা জুড়ে শুরু হয়েছে নিম্নচাপের জেরে বৃষ্টি বাদ যায়নি সোনামুখী ব্লকও । আর এখানেই ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কায় ভুগছেন সোনামুখী ব্লক সহ জেলার বিস্তীর্ণ এলাকার আলুচাষিরা । গত নিম্নচাপের কারণে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল সবজি চাষিদের । তাদের একমাত্র ভরসা ছিল আলু চাষ করে দুটো বাড়তি পয়সা ঘরে তুলবে । কিন্তু নিম্নচাপের কারণে গতকাল থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে এখন সেই আশাও তাদের নষ্ট হতে বসেছে । বেশিরভাগ চাষী জমিতে আলুর বীজ পুতে দিয়েছেন আবার অনেকেই জমি তৈরী করেছেন আলু লাগাবেন বলে । ফলে যে সমস্ত আলু চাষীরা আলুর বীজ পুতে দিয়েছেন এই বৃষ্টিতে তাদের আলু বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । অনেক চাষি রয়েছেন যারা মহাজনের কাছে ঋণ নিয়ে আলু চাষ করেছেন কিন্তু বৃষ্টির কারণে সে আলু নষ্ট হলে মহাজনের সেই ঋণ কিভাবে শোধ করবেন আগামী দিনে ছেলেমেয়েদের নিয়ে সংসার কিভাবে চলবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন তাদের কাছে ।

 

পাশাপাশি যতটুকু সবজি রয়েছে সেটুকুও নষ্টের মুখে চাষীদের । সব মিলিয়ে একদিকে আলু অন্যদিকে সবজি দুই এর ক্ষতির সম্ভাবনায় রাত কাটাতে হচ্ছে জেলার কৃষকদেরকে ।

জয়ন্ত সরকার নারায়ন পাল নামের আলু চাষীরা জানান , সারাবছর চাষাবাদ করে কোন রকমে আমাদের সংসার চলে । বিঘা পতি আলু চাষে পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচ কিন্তু নিম্নচাপের বৃষ্টির কারণে আলু চাষের ক্ষতি হলে আগামী দিনের সংসার কিভাবে চলবে তাই ভেবে কুল পাচ্ছিনা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments