Friday, December 6, 2024
- Advertisement -

নীল পূজা উপলক্ষে পরিবারের সাথে গঙ্গায় স্নান করতে এসে জলে তলিয়ে গেল এক যুবক।

- Advertisement -

Tv20 Bangla:- আবারও গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল ২৪ বছর বয়সী এক যুবক, ঘটনায় তীব্র চাঞ্চল্য গঙ্গার ঘাট এলাকায়। জানা যায় বুধবার শান্তিপুর বড়বাজার এলাকার রথতলা থেকে নীল পুজো উপলক্ষে এক যুবক তার পরিবারের সাথে শান্তিপুর বড়বাজার গঙ্গার ঘাটে স্নান করতে আসে। এরপরে পরিবার ও ওই যুবক স্নান করতে নামে, স্নান করতে করতেই সৌভিক দত্ত নামে ওই যুবক জলে তলিয়ে যাই। চেঁচামেচি করতেই নৌকা নিয়ে আসে গঙ্গাই মাছ ধরার মাঝিরা, কিন্তু ততক্ষণে যুবক সৌভিক দত্ত জলে তলিয়ে যায়। পরিবারের উপস্থিতিতে ওই যুবক জলে তলিয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পরে গোটা পরিবার। যদিও এই ঘটনায় গঙ্গার ঘাট এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।নীল পূজা উপলক্ষে,নীল পূজা উপলক্ষে

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। এছাড়াও ওই যুবক কিভাবে জলে তলিয়ে গেল তা জানার চেষ্টা করে। যদিও মাত্র তিনদিন আগেই পাশের একটি গঙ্গার স্নান করার ঘাটে একই সাথে জলে তলিয়ে যায় দুই যুবক। এরপর ৭২ ঘন্টা পরে দুই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। আবারো নীল পূজার দিনিই আরো এক যুবকের জলে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটলো। তবে প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে পরিবারের দাবি, শান্তিপুরের যে ক’টি স্নান করার গঙ্গা ঘাট রয়েছে সেই ঘাট গুলি বর্তমান পরিস্থিতিতে পরিকাঠামো ঠিকঠাক নেই। গঙ্গার স্নান করার ঘাট থেকে নামতেই বড় বড় গর্ত,প্রশাসন যদি এই বিষয়গুলোর উপর একটু নজর দেয় তাহলে বারে বারে হয়তো এই ধরনের দুর্ঘটনা ঘটবে না।

নীল পূজা উপলক্ষে পরিবারের সাথে গঙ্গায় স্নান করতে এসে জলে তলিয়ে গেল এক যুবক।

MORE NEWS – মালদায় মৈথিলদের মুখরোচক জনপ্রিয় খাদ্য বড়ার টক।

মালদা:- রকমারি মুখরোচক রান্না আমাদের সকলের প্রিয়, সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় রান্নার রেসিপি। একেক জায়গায় একেক অঞ্চলের মানুষের কাছে এক এক রকম এই রেসিপি।এর বিবর্তনের মধ্য দিয়ে কোন বিশেষ জনগোষ্ঠীর সাংস্কৃতিক বিবর্তনের ইতিহাস যদি ধরা পড়ে তাহলে সে চেষ্টা অভিনব এবং ব্যতিক্রমী হতে বাধ্য। এমনই অভিনব একটি গবেষণা গ্রন্থ প্রকাশিত হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে মৈথিলী বড়াটক – একটি সাংস্কৃতিক পরিযান এর গল্প। শীর্ষক এই ছোট বইটিতে মালদায় বসবাসকারী মৈথিল জনজাতির একটি ঘরোয়া রান্না কে অবলম্বন করে এই বিশেষ জনজাতির মাইগ্রেশন বা পরিযান এর ইতিবৃত্ত তুলে ধরা হয়েছে। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments