Friday, December 6, 2024
- Advertisement -

পথসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলো সোনামুখী পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুরজিৎ মুখোপাধ্যায়

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : পথসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলো সোনামুখী পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুরজিৎ মুখোপাধ্যায়। পথসভার মধ্য দিয়ে রবিবার নির্বাচনী প্রচার শুরু করল সোনামুখী পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও সোনামুখী পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুরজিৎ মুখোপাধ্যায়। এদিন 13 নম্বর ওয়ার্ডের অমলনগর মাঠে দলীয় কর্মী সমর্থকদের এবং এলাকার মানুষদের সাথে নিয়ে একটি পথ সভা করেন তিনি। প্রথমে তার পিতা তথা সোনামুখী পৌর সভার প্রাক্তন চেয়ারম্যান স্বর্গীয় সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান ও কালী মন্দিরে প্রণাম করে পথসভার শুভ সূচনা করেন। বক্তব্য রাখতে গিয়ে সুরজিৎ মুখোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় সোনামুখী পৌরসভায় প্রভূত উন্নয়ন হয়েছে এবং আগামী দিনেও উন্নয়নের ধারা অব্যহত থাকবে। এদিনের এই পথ সভা কে কেন্দ্র করে সকলের মধ্যেই উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ।

More News – খামখেয়ালী আবহাওয়ার কারণে বরো ধানের চাষ কম ইন্দাসের বিভিন্ন এলাকায়।

আবদুল হাই, বাঁকুড়াঃ পরির্বতন শীল আবহাওয়ায় নাজেহাল চাষীরা। তাই এবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকায় বোরো ধানের চাষ কম বললেন ধান চাষীরা। কারণ এর আগে আমন ধান চাষ করতে গিয়ে শুধুমাত্র আবহাওয়ার কারণে অনেক চাষীই ঘরের লক্ষীকে ঘরে আনতে পারেনি। বেশিরভাগ ধান মাঠেই নষ্ট হয়ে গেছে। অজানা রোগ, ঝড়ো হাওয়া ও অকাল বর্ষনের ফলে ধানে ব্যপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় ধান চাষীদের। বাঁকুড়া জেলার বেশির ভাগ মানুষ চাষের উপর নির্ভর করে সংসার চালায়। ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের চাষীরা জানান, আমন ধান আবহাওয়ার কারণে মাঠেই শেষ হয়ে গেছে। সেই ভয়ে এবার বরো চাষ কম করা হয়েছে। চাষীরা আরো বলেন,আমন ধানে আমাদের ব্যপক আর্থিক ক্ষতি হয়েছে।

পথসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলো সোনামুখী পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুরজিৎ মুখোপাধ্যায়

সোনামুখীতে এসে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ সাংসদ ও বিধায়কের

More News- নদীয়ায় শ্মশান চত্বর জুড়ে ছড়িয়ে নানা আবর্জনা, অপরিচ্ছন্নতায় ভরা, সামাজিক সংগঠন এর উদ্যোগে শ্মশান স্বচ্ছ অভিযান।

গোপাল বিশ্বাস -নদীয়া – নদীয়ায় শ্মশান চত্বর জুড়ে ছড়িয়ে নানা আবর্জনা, অপরিচ্ছন্নতায় ভরা, নজর নেই প্রশাসনের।নদীয়ার শান্তি পুর থানার বাগাছরা মহা শ্মশানের এই রূপ অবস্থা দেখে এগিয়ে এল এলাকার এক সামাজিক সংগঠন। আজ বলাকা সংস্কৃতি মঞ্চ নামক সামাজিক সংগঠন এর পক্ষ থেকে বাগাছরা শ্মশান স্বচ্ছ অভিযান শুরু করে। বলাকা সংস্কৃতিক মঞ্চে সদস্যরা বাগআঁচড়া বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে বাগাছরা শ্মশানে গিয়ে সেখানে বিভিন্ন নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করেন এবং তারা স্থানীয় মানুষদেরও সচেতনতার বার্তা দেন। সংগঠন এর পক্ষ থেকে তারা বলেন সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকেন তারা। এলাকার এই শ্মশান এর এরূপ অবস্থার খবর পেয়ে তারা এই উদ্যোগ নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments