Monday, January 13, 2025
- Advertisement -

পথ দূর্ঘটনায় মৃত্যু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর  ।

- Advertisement -

নিশীথ দাস, উত্তর২৪ পরগনা :- পথ দুর্ঘটনায় মৃত্যু গোয়েন্দা বিভাগের পুলিশের৷ ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে কর্মরত এক পুলিশ কর্মীর৷ ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর গোয়েন্দা বিভাগে কর্মরত এক পুলিশকর্মীর । ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের বাবনপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে কর্মরত ইছাপুরের বাসিন্দা এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর উজ্জ্বল ভট্টাচার্যের। বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে বারোটা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে  তৎক্ষণাৎ টিটাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এরপর তাকে তড়িঘড়ি উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যায় ,হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পথ দুর্ঘটনায় মৃত্যু না এর পেছনে রয়েছে অন্য কোন বিষয় তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ।

পথ দূর্ঘটনায় মৃত্যু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের সাব ইন্সপেক্টর ।

More News – ক্যারাটের টুর্নামেন্টে পুরস্কার গঙ্গারামপুরে তিন ছাত্রীর

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: কলকাতায় এ আই এস এস কে কারাটের ন্যাশনাল টুর্ণামেন্টে গঙ্গারামপুরের স্বর্ণ মুকুটে এক নতুন পালক সংযোজন হল। কলকাতার প্রাইভেট রোডে এই ন্যাশনাল টুর্নামেন্ট হয়, যেখানে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারাম পুর থেকে তিন জন কারাটের ছাত্রীরা অংশগ্রহণ করে। সেখানে তারা টুর্নামেন্টের পর পুরস্কৃত হয়ে জেলা সহ গঙ্গারামপুরের নাম উজ্জ্বল করেছে। জানা গেছে, গঙ্গারামপুর শহরের পরিচিত প্রশিক্ষক সমীর দত্তের ছাত্রী তারা। জেলা দক্ষিণ দিনাজপুর সহ গঙ্গারাম পুরের স্বর্ণ মুকুট ফের আরও এক নতুন পালক সংযোজন হলো তা বলাই বাহুল্য। ক্যারাটে বিজয়ী পুরস্কার প্রাপ্ত ছাত্রীরা হলেন যথাক্রমে আনুশকা বসাক অরেঞ্জ বেল্ট ফাইটিংএ প্রথম প্রাইজ গোল্ড, কাতা সেকেন্ড প্রাইজ সিলভার, শ্রেয়শী সরকার কাতা সিলভার, দেবাংশি দাস ফাইটিংএ সিলভার। Continue Reading

More News – নিজের জন্মদিনে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার দুবরাজপুরে

সেখ ওলি মহম্মদ, বীরভূম :- আমরা হৈ হুল্লোড় করে নিজের বা পরিবার পরিজনদের জন্মদিন পালন করি। কিন্তু বীরভূম জেলার দুবরাজপুরে এক অন্য চিত্র ধরা পড়ল। আজ দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়তু দাঁ তাঁর ৩৭ তম জন্মদিনে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার এসোসিয়েশনের হাত ধরে মরণোত্তর চক্ষু দানের অঙ্গীকার করলেন। পেশায় তিনি বিউটিশিয়ান। তাঁর এই মহৎ উদ্যোগে খুশী তাঁর বাবা অলক দাঁ এবং মা কৃষ্ণা দাঁ। জয়তু দাঁ জানান, আমার অনেকদিনের ইচ্ছা ছিল কর্নিয়া দান Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments