Monday, January 13, 2025
- Advertisement -

পাইলট কারে লাল বাতি ব্যবহার করতে পারবেন না কোনও মন্ত্রী : মুখ্যমন্ত্রী

- Advertisement -

নিশীথ দাস, TV-20 বাংলা : মুখ্যমন্ত্রীর করা বার্তা মন্ত্রিসভার বৈঠক থেকে, পাইলট কারে লাল বাতি ব্যবহার করতে পারবেন না কোনও মন্ত্রী দলে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হবে, রদবদলের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে আজ বার্তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। মন্ত্রীদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘পাইলট কারে লাল বাতি ব্যবহার করতে পারবেন না কোনও মন্ত্রী। জেলা থেকে কোনও মন্ত্রী কলকাতায় এলেও পাইলট কার নয়’।

ক্লিন ইমেজ বজায় রাখতে হবে এরই পাশাপাশি কাজ কীভাবে এগোনো হবে, সে সম্পর্কেও আজ নির্দিষ্ট করে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কাজের জায়গা ভাগ করে দেওয়া হবে প্রতিমন্ত্রীদের, পূর্ণ মন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীদেরও কাজ নির্দিষ্ট করবে সরকার’। এদিকে, কিছু ফাইল এলে ভাল করে খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

জেনে রাখা দরকার গাড়িতে লাল বাতি ব্যবহার বন্ধ করার বার্তা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পন্থা যদি কেউ না মেনে চলে সেই বিষয়টা রাজ্য সরকার ভাল ভাবে নেবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments