মেহেবুব মাসুম – রাজ্য সরকারের পক্ষ থেকে আসন্ন এই দূর্গা পুজো উপলক্ষ্যে করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের মতো চলতি বছরেও পুজোর গাইডলাইন প্রকাশ করা হয়েছে। চলতি বছরেও পুজো মণ্ডপের মধ্যে দর্শনার্থীদের ভিড় এড়াতে মণ্ডপে “নো এন্ট্রি” ছিল এবারও “নো এন্ট্রি”। কিন্ত এবারের পুজোয় ভিড় বাড়তে পারে বলে রাজ্য সরকার হোটেল,বার,রেস্তরাঁগুলিতে বেশি নজর দারি দিয়েছে। তাই নবান্নের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। যে পুজোর দিনগুলি বেশি রাত পর্যন্ত রেস্তঁরা, হোটেল গুলো খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
আজ ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই ছাড় দেওয়া হয়েছে। দোকানপাটগুলির ক্ষেত্রেও কোনওরকম নিয়মের বেড়াজাল থাকছে না, তবে পুজোয় মাস্ক অবশ্যই পড়তে হবে। উৎসবের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর।