নিশীথ দাস TV-20 বাংলা:- বন্ধ মা ফ্লাইওভারে দুর্ঘটনা। বাইক থেকে উড়ালপুলের নিচে পড়ে গিয়ে মৃত্যু এক যুবকের। গুরুতর জখম আরও একজন। বর্তমানে জখম ওই যুবক এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। মেরামতির জন্য বেশ কিছুদিন ধরে রাত ১০ টার পর থেকে বন্ধ রাখা হচ্ছে মা উড়ালপুল। গভীর রাতে সেখানেই এই ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। জানা গিয়েছে, শুক্রবার ভোর তিনটে নাগাদ ঘটেছে দুর্ঘটনাটি। একটি বাইকে করে দুই যুবক মা উড়ালপুল থেকে এজেসি বোস রোড সংযোগকারী ফ্লাইওভারের দিকে যাওয়ার সময় গার্ডওয়ালে ধাক্কা খায় বাইক। সেই সময়ই বাইক আরোহী শুভম কুমার উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে যান। এদিকে উড়ালপুলেই ছিটকে পড়েন বাইক চালক অঙ্কিত কুমার। তড়িঘড়ি কর্তব্যরত পুলিশ আধিকারিকরা দু’জনকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই শুভমকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আহত অঙ্কিতের চিকিৎসা চলছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, বাইক চালক ও আরোহী দু’জনেই মদ্যপ ছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিন্তু এই ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। কারণ, বর্তমানে রাত ১০ টার পর থেকে বন্ধ রয়েছে মা উড়ালপুল। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে উড়ালপুলে ওঠার মুখে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকেন পুলিশ কর্মীরাও। তাঁদের নজরদারি এড়িয়ে কীভাবে ওই যুবকেরা উড়ালপুলে উঠল, তা নিয়ে প্রশ্ন ইঠছে। যদিও কিভাবে ওই দুই যুবক উড়ালপুলে উঠল তা নিয়ে পুলিশ মুখে কুলুপ এঁটেছে।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, বন্ধ মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা, মৃত-১ ৷
MORE NEWS – ওভারলোড পাথর পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিবহন দফতরের, আটক দুটি ওভারলোড ডাম্পার।
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- ওভারলোড পাথর বোঝাই ডাম্পার ও লরি চলাচলের বিরুদ্ধে এবার অভিযানে নামল বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা পরিবহন দফতর। আজ সকাল থেকে লাগাতার ভাবে বাঁকুড়ার সোনামুখী থানা এলাকায় অভিযান চালায় পরিবহন দফতরের আধিকারিকরা । অভিযানে দুটি পাথর বোঝাই ডাম্পার আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশ প্রশাসন ও পরিবহন দফতরকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন বীরভূম থেকে ওভারলোড পাথর বোঝাই ডাম্পার চলাচল করছে বড়জোড়া সোনামুখী রাস্তায়। এর ফলে একাধিক দুর্ঘটনাও ঘটছে। নষ্ট হচ্ছে রাস্তা। শেষ পর্যন্ত ঘুম ভাঙে পরিবহন দফতরের। আজ বিশেষ সূত্রে খবর পেয়ে বিষ্ণুপুর পরিবহন দফতরের আধিকারিকরা অভিযানে নামেন। CONTINUE READING