Friday, December 6, 2024
- Advertisement -

প্রয়াত জননেতা অজয় দের জন্মবার্ষিকী উদযাপন শান্তিপুরে।

- Advertisement -

নদীয়া, মাধব দেবনাথ:- আজ শান্তিপুরের জননেতা তথা শান্তিপুরের প্রাক্তন বিধায়ক, এবং চেয়ারম্যান প্রয়াত অজয় দের জন্মবার্ষিকী । অসাধারণ নেতৃত্ব ও ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন এই মানুষটিকে ৭১তম জন্মবার্ষিকী জন্ম:-২২.০৪.১৯৫২, প্রয়াণ:-২১.৫.২০২১, আর এই জন্মবার্ষিকী উপলক্ষে শান্তিপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং তার পিতা তথা প্রয়াত জননেতার বসবাসের 13 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রশান্ত গোস্বামী আইএনটিটিইউসি নেতৃত্ব সনৎ চক্রবর্তী, প্রয়াত জননেতা ভাই গৌতম দে সহ আপামর তৃণমূল কর্মী সমর্থকরা সাতসকালেই তার বসতবাড়ির কাছে থাকা, আবক্ষ মূর্তি তে মাল্য দান করলেন তাকে শ্রদ্ধা জানালেন। তৎসহ পায়ে হেঁটে শান্তিপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করলেন। এই জন্মবার্ষিকী উপলক্ষে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী একটু আবেগঘন হয়ে পড়লেন, তিনি জানালেন প্রয়াত জননেতা অজয় দে তার কাছে পিতৃসম ছিলেন।

তার রাজনৈতিক জীবনে পদার্পণ এবং বিভিন্ন ক্ষেত্রে অজয় দের অবদান, আজ তাকে রাজনৈতিক অভিজ্ঞ করে তুলেছে। আমাদের ক্যামেরার সামনে তিনি জানাচ্ছেন খুব মনে পড়ছে বিগত দিনের জন্মদিনের কথা, একগাল হেসে অজয় বাবু বলেছিলেন” বুড়ো বয়সে আর জন্মদিন কিসের”। তিনি আরো বলেন শান্তিপুরের মানুষ এই জন্মবার্ষিকী কে ঐতিহাসিক জন্মবার্ষিকী বলেই আখ্যা দেন, তার কারণ তিনি শান্তিপুরের মানুষের মনের মানুষ ছিলেন। অপরদিকে এই জন্মবার্ষিকী উপলক্ষে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর পিতা তথা, 13 নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর প্রশান্ত গোস্বামী জানাচ্ছেন 13 নম্বর ওয়ার্ড থেকেই অজয় বাবু অনেকবার ভোটে দাড়িয়ে ছিলেন, জয়লাভও করেছিলেন। এই ওয়ার্ডের মানুষের দুঃখ-দুর্দশা তিনি নিমেষেই ঠিক করার চেষ্টা করেছেন বহু বার। এর আগে অনেকবার জননেতার বাড়িতে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছি, তবে এইবার একটু অন্যরকম আজ তিনি আমাদের মধ্যে নেই।

প্রয়াত জননেতা অজয় দের জন্মবার্ষিকী উদযাপন শান্তিপুরে।

জমি বিবাদের জেরে গভীর রাতে তৃণমূল কর্মীর বাড়িতে আগুন।

13 নম্বর ওয়ার্ডের জনগণ তাকে জনপ্রতিনিধি করেছেন, তিনিও চেষ্টা করবেন অজয় বাবুর ভাবাবেগ কে সাথে নিয়ে 13 নম্বর ওয়ার্ডের, মানুষের পাশে থাকার। তবে আজ এই সমস্ত অনুষ্ঠানের পর শান্তিপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রয়াত জননেতা অজয় দের, প্রতিকৃতিকে সামনে রেখে ,সত্তর টি প্রদীপ জ্বালিয়ে তাকে শ্রদ্ধা জানানো হবে । এবং আগামী দিনে তার মৃত্যু বার্ষিকী কিভাবে পালন করা হবে, তা নিয়ে একটি আলোচনা সভাও করা হবে। এ বিষয়ে প্রয়াত জননেতা অজয় দে র ভাই গৌতম দে শোনালেন অতীতের পারিবারিক কিছু কথা। পৌরসভার পক্ষ থেকে সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক এবং পৌর কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন সম্প্রতি পৌরসভায় স্থাপিত তাঁর মূর্তিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments