ওয়েব ডেস্ক :-
ফের সংগীত জগতে নক্ষত্রপতন। চলে গেলেন বিখ্যাত গায়িকা নির্মলা মিশ্র। রবিবার রাত ১২:১০ মিনিট নাগাদ চেতলার বাড়িতেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
আবার সংগীত জগতে শোকের ছায়া দেখা দিল। সকলকে ছেড়ে চলে গেলেন নির্মলা মিশ্র। বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত ১ মাস কথা বন্ধ ছিল গায়িকার। টিউবের মাধ্যমে খাওয়ানো হত। শেষে হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত কারণে তাঁর জীবনাবসান ঘটে।
খবর সূত্রে জানা গেছে তাঁর দেহ বাড়ি থেকে রবীন্দ্রসদন, সংগীত অ্যাকাডেমিতে যাবে, সেখান থেকে ক্যাওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
ছোটবেলা থেকেই তাঁর গানের প্রতি আগ্রহ থাকার পাশাপাশি খুব সুন্দর গান ও গাইতেন। ১৯৬০ সালে ওড়িয়া ছবি ‘ শ্রী লোকনাথ’ সিনেমার গান গাওয়ার মাধ্যমেই সংগীত জগতে পা রাখেন নির্মলা মিশ্র। ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না ‘, ‘কাগজের ফুল বলে’, ‘ও তোতা পাখিরে’, ‘আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী’ প্রভৃতি ছিলো তাঁর গাওয়া জনপ্রিয় গান। এছাড়াও তিনি ‘তোমার আকাশ দুটি চোখে’, ‘আকাশে নেই তারার দ্বীপ’, ‘বলো তো আরশি তুমি’ প্রভৃতি গান আপামর বাঙালিকে জড়িয়ে রেখেছেন। এছাড়াও তিনি দেশাত্মবোধক গান, লোকগীতি প্রভৃতি সংগীত বিভাগেও গেয়েছেন।
তাঁর এই অকাল প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে লিখেছেন ” নির্মলা মিশ্রের সাথে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে সংগীত জগতের এক অপূরনীয় ক্ষতি হল। আমি নির্মলা মিশ্রের পরিবার পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার ‘সংগীত মহাসন্মান’, ‘বঙ্গবিভূষণ’ সন্মানে সন্মানিত হয়েছিলেন বর্ষীয়ান গায়িকা নির্মলা মিশ্র।