বিশ্বজিৎ মন্ডল মালদা :-
এবার ব্যাপক গঙ্গা ভাঙন শুরু হল মালদার মানিকচকের বালুটোলায়। গত দুদিনে গঙ্গা গর্ভে তলিয়ে গেল নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে ঘরবাড়ি ভেঙে, বাগান কেটে নিরাপদ স্থানে সরে পড়তে শুরু করলেন নদীর অসংরক্ষিত এলাকায় বসবাসকারী বেশ কয়েকটি পরিবার। পরিস্থিতির ভয়াবহতার কথা জানানো হয়েছে প্রশাসনকে। কিন্তু দুদিন কেটে গেলেও দেখা নেই নেতামন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের। স্বভাবতই ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ।বৈষ্ণবনগরের পর মানিকচক, গঙ্গার ছোবলে ভাঙছে ঘরের পর ঘর ।
তবে এখনও ভাঙন রোধের কোনও কাজ সেখানে শুরু হয়নি।গঙ্গার ভাঙন রুখতে ব্রজলালটোলা গ্রামে 2007 সালে সেচ দফতর বোল্ডার পিচিং করেছিল। তারপর বেশ কয়েক বছর গঙ্গা ওই এলাকায় ছোবল বসাতে পারেনি। কিন্তু গত দু’বছর ধরে ফের গ্রামের পাড় কাটছে নদী। ভাঙন রুখতে স্থানীয়রা একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তাঁদের অভিযোগ, প্রশাসন তাঁদের আবেদনে কোনও কান দেয়নি।
এদিন যেভাবে গঙ্গা পাড় কাটছে তাতে তাঁরা নিশ্চিত নদীর ভাঙন আরও তীব্র হবে। এই মুহূর্তে নদী থেকে মাত্র 15-20 মিটার দূরে রয়েছে রিং বাঁধ। কোনও কারণে সেই বাঁধ কেটে গেলে বিচ্ছিন্ন হয়ে পড়বে ভূতনি চরের বিস্তীর্ণ এলাকাও।