মেহেবুব মাসুমের :- নেতাজীর ১২৫তম জন্ম বার্ষিকীতে আগামী ২৬ শে জানুয়ারীর বদলে ২৩ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস পালন করতে চলেছে কেন্দ্র। জন্মবার্ষিকীতে নেতাজীকে সম্মাননা জানাতে দিল্লীর রাজপথে প্যারেড গ্রাউন্ডে প্রদর্শনী হবে বিভিন্ন রাজ্যের প্রস্তাবিত ট্যাবলো । কিন্তু সব রাজ্যের ট্যাবলো প্রদর্শনীর করার অনুমতি থাকলেও। বাংলার প্রস্তাবিত ট্যাবলো বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। নেতাজি সুভাষচন্দ্র বসুকে বাংলার পক্ষ থেকে সম্মান জানানো বাংলার ট্যাবলো বাতিল করা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সিদ্ধান্তের উল্টো পথে হেঁটে প্রধানমন্ত্রীকে আর্জি জানান বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়ও। রাজ্যের ট্যাবলো বাতিল নিয়ে লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ কে চিঠি দিয়ে জানিয়েছেন যে বাংলার প্রস্তাবিত ট্যাবলো প্রদর্শনী করার অনুমতি দেওয়া হোক।
কিন্তু সকলের প্রস্তাবিত আবেদন খারিজ করে ট্যাবলো বাতিল করা নিয়ে গত ১৮ ই জানুয়ারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ । তিনি লিখেছেন, ‘ প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ট্যাবলো নির্বাচনের কমিটিতে পারদর্শীরা রয়েছেন। সংস্কৃতি , সঙ্গীত এবং নৃত্য বিভাগের বিশিষ্টরা রয়েছেন কমিটিতে। আপনার ভাবনাকে সম্মান করি। ব্যক্তিগত ভাবে আপনাকে জানাতে চাই, এবার ২৯ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে ১২ টি ট্যাবলোকে অনুমোদন দেওয়া হয়েছে। আশা করি এই তথ্য পেয়ে আপনার আশঙ্কা দূর হবে । ‘
বাংলার পাশাপাশি তামিনাড়ুর ট্যাবলো ও বাতিল করা নিয়ে রাজ্যের দুই মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ ।
এফআইআর হওয়ার পর তিন মাস পার হলেও অধরা বন্যা ত্রাণে দুর্নীতির ঘটনায় অভিযুক্ত প্রধান
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোন ট্যাবলো থাকবে , তা ঠিক করে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা বাছাই কমিটি । বাংলার – ট্যাবলো বাতিল নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যে এবার বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ । শুধু বাংলা নয় এবারের প্রজাতন্ত্র দিবসে থাকছে তামিলনাড়ুর রাজ্যের ও ট্যাবলো । মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দেওয়ার পাশাপাশি তিনি তামিনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন কেও চিঠি পাঠান । চিঠিতে রাজনাথ সিংহ জানিয়েছেন , ‘ নেতাজিকে সম্মান জানিয়ে প্রজাতন্ত্র দিবসের উৎসব আমরা ২৩ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত পালন করব । ‘ কার্যত রাজনাথ সিং এর এই চিঠিতে উত্তেজনা রাজনৈতিক মহলে ।