নিউজ ডেস্ক :- দিন দিন দূষণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের পরিবেশ বসবাসের অযোগ্য হয়ে উঠছে। সমস্ত প্রাণী জগৎ বিভিন্ন মারণ রোগের শিকার হচ্ছে। দূষণমুক্ত পরিবেশ গঠনে প্রতি বছর ৫ ই জুন বিশ্বব্যাপী জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে নেহরু যুব কেন্দ্র ও নামামী গঙ্গা মালদা তত্ত্বাবধানে মানিকচক ব্লকের উত্তর চন্ডিপুর গ্রামে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় ।
এদিন উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার সুব্রত দাস,উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি কামাল হোসেন বিশিষ্ট সমাজসেবী শরিফুল ইসলাম ও কামাল আক্তার সহ অনান্যরা।
পরিবেশ দিবস উপলক্ষে এলাকার ছেলে মেয়েদের নিয়ে পরিবেশ দিবস সম্বন্ধে ছবি আঁকা, স্লোগান, কুইজ ও লোকনৃত্য প্রতিযোগিতা করা হয়।নদী বাঁধে বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগানো হয়।
তৃণমূলের বিক্ষোভ মিছিল ভাদো অঞ্চলে।
পার্থ ঝাঁ , মালদা:-মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে বিক্ষোভ মিছিলে সামিল হল ভাদো অঞ্চল তৃণমূল কংগ্রেস।জানা গেছে,১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে।কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি দিনের পর দিন পেট্রোল,ডিজেল, রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভাদো বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয়।
এদিনের বিক্ষোভ মিছিলে পা মেলান মালদা জেলা পরিষদ সদস্য হুমায়ুন কমীর (বাজনা),তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাসুদ আলম,মালদা জেলা তৃণমূল ছাএ পরিসদের সহ সভাপতি নাসিম আক্তার সহ অনান্যরা।
এদিনের বিক্ষোভ সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন মালদা জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবীর।