Saturday, December 7, 2024
- Advertisement -

বেঙ্গালুরুতে সাংবাদিক ও নাট্যশিল্পীদের নির্যাতনের ঘটনায় প্রতিবাদে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। 

- Advertisement -

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- সম্প্রীতি বেঙ্গালুরুতে সাংবাদিক ও নাট্যশিল্পীদের থানার মধ্যে অর্ধনগ্ন করে চূড়ান্ত অমানবিক নির্যাতন করেছে। সেই ঘটনা প্রকাশিত হওয়ার পর দেশের রাষ্ট্রপতির কাছে এর বিচার চেয়ে প্রতিবাদ পত্র পাঠালো ডায়মন্ড হারবার প্রেস কর্নার। এদিন মহকুমা শাসকের মাধ্যমে পাঠানো হয় এই প্রতিবাদ পত্র। এর পাশাপাশি প্রতিবাদে সারা দেশের সাথে সরব হলো ডায়মন্ড হারবার প্রেস কর্নার। ডায়মন্ড হারবার প্রেস কর্নার থেকে এবিষয়ে একটি প্রতিবাদ পদযাত্রা শহর পরিক্রমা করে। প্রেস কর্নার থেকে শুরু করে রাজপথে স্টেশন রোড হয়ে নতুন পোল দিয়ে সেটি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে পৌঁছায়। উপস্থিত ছিলেন প্রেস কর্নারের সভাপতি কিংশুক ভট্টাচার্য, সহ অন্যান্য সংবাদিকরা। প্রেস কর্নারের সভাপতি কিংশুক ভট্টাচার্য বলেন বেঙ্গালুরুতে গণত্রন্তের চতুর্থ স্থম্ভ সংবাদিক ও নাট্যশিল্পীদের থানায় এনে অর্ধনগ্ন করে শাস্তি দেওয়ার প্রতিবাদে সোচ্চার হয়েছি । পুলিশের এমন রূপ অমঙ্গলকর, আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং এমন ঘটনার বিচার চাইছি।

বেঙ্গালুরুতে সাংবাদিক ও নাট্যশিল্পীদের নির্যাতনের ঘটনায় প্রতিবাদে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।

MORE NEWS – হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে এক যুবকের হাতে ফিরিয়ে দিল সোনামুখী আরপিএফ।

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:-  হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে এক যুবকের হাতে তুলে দিলো সোনামুখী আরপিএফ। বুধবার সোনামুখী থানার বেল ডাঙ্গা গ্রামের বাসিন্দা রানা তপসী বাঁকুড়া থেকে ট্রেনে করে সোনামুখীতে নামেন এবং ট্রেনে তার নিজের মোবাইল ফেলে বাড়ি চলে যায়। পরে সোনামুখী আরপিএম ট্রেনে রুটিনমাফিক চেকিং করার সময় মোবাইলটি নজরে আসে তাদের। পরে সোনামুখী আরপিএফ ওই যুবকের খোঁজ করে মোবাইলটি ওই যুবকের হাতে তুলে দেন। হারিয়ে যাওয়া মোবাইল পুনরায় ফিরে পেয়ে খুশি রানা তাপসী। পাশাপাশি সোনামুখী আরপিএফ এর এই কাজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে রাজ্যসরকারের “সুফল বাংলা স্টল” যেন সস্তি দিল মধ্যবিত্তদের ঘরে।

ইউটিউব ভিডিও করতে এসে গঙ্গার জলে স্নান করতে নেবে একইসাথে জলে তলিয়ে গেল দুই যুবক ঘটনায় তীব্র চাঞ্চল্য।

পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাভারত যুবলীগ মধ্যমগ্রাম কমিটির পক্ষ থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ।

বীরভূমের দাপুটে নেতা কেষ্ট হাসপাতালে যাওয়া এবং তৃণমূলের অবস্থান নিয়ে বারাসাতে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন শমীক ভট্টাচার্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments