সুকুমার বিশ্বাস জলপাইগুড়ি :- জলপাইগুড়ি জেলার বেলাকোবা অন্তর্গত রানীনগর লাগোয়া পাঙ্গা বটতলা পঞ্চায়েত অন্তর্গত শোভাভিটা চা বাগান এলাকায় চিতা বাঘের আতঙ্ক ছড়ায়, চা বাগান এলাকার বাসিন্দারা চিতা বাঘের আতঙ্কে রয়েছেন, চা বাগান এলাকার স্থায়ী বাসিন্দা মল্লিক রায় বাগানের ছাগল চরাতে এসে, বাগানে হঠাৎ করে দেখতে পান চিতাবাঘ, চিতাবাঘ টি ছাগলের উপহার ঝাঁপিয়ে পড়ে, এবং লোকটি কোনরকম দৌড়িয়ে প্রাণে বাঁচেন চিতাবাঘের হাত থেকে। চিৎকার-চেঁচামেচি করতেই প্রচুর লোকের সমাগম ও লোকের চেঁচামেচিতেই চিতাবাঘ ছাগলটিকে ছেড়ে পালিয়ে যান, এরপর স্থানীয় বাসিন্দারা বেলাকোবা রেঞ্জের বনকর্মীদের খবর দেওয়া হয়, সঙ্গে সঙ্গে বনকর্মী দপ্তর শোভাবিটা চা বাগানে চলে আসে, চিতাবাঘ টি কে ধরার জন্য এলাকায় খাঁচা বসানো হয়েছে, চা বাগান এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
বেলাকোবা অন্তর্গত শোভাভিটা চা বাগান এলাকায় চিতা বাঘের আতঙ্ক
জোটের মাধ্যমে পুরো নির্বাচনে দল সামিল হবে কিনা, তা এখনো আলোচনা সাপেক্ষ বললেন মহম্মদ সেলিম
লোকসভায় পাস হয়েগেল কৃষি আইন প্রত্যাহার বিল। বিরোধীদের হইহট্টগলের মধ্যে স্থগিত অধিবেশন
কৃষি বিল প্রত্যাহারে কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইন্দাস ব্লক যুব তৃণমূল কংগ্রেসের মিছিল ও পথসভা
More News- সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধীনে প্রতি বছর অনেক উন্নত মানের শস্যের পরিবর্ধন কর্মসূচি এবং সংশিত করার প্রোগ্রাম করা হল
সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধীনে প্রতি বছর অনেক উন্নত মানের শস্যের পরিবর্ধন কর্মসূচি এবং সংশিত করার প্রোগ্রাম করা হয়। যেখানে পরিবর্ধক বীজ থেকে আধারীয় বীজ কৃষি বিজ্ঞান কেন্দ্রের গবেষণা খামারে তৈরি করা হয় এবং আধারীয় থেকে সংশিত বীজ কৃষক পর্যায়ে বীজ তৈরির প্রশিক্ষণ প্রাপ্ত চাষি ভাইদের জমিতে করা হয়। এবছর ধান, মুসুর, সর্ষে, গম এবং বিড়ি কলাইয়ের উন্নত মানের বীজ তৈরি এবং তাদের সংশিত করার প্রোগ্রাম করা হয়েছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন সোনামুখীর 9টি গ্রামের 85 জন চাষি ভাইয়েরা। যাঁরা উন্নত মানের বীজ তৈরি করেন তাঁরা পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের মাধ্যমে সেই বীজের ন্যায্যমূল্য পান। Continue Reading