Monday, January 13, 2025
- Advertisement -

ভরতপুর ১ নাম্বার ব্লকের একটি কর্মশালার আয়োজন করা হয় ADA অফিসের মিটিং হলে ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ানো উপর একটি কর্মশালা

- Advertisement -

প্রতিনিধি:- আইয়ুব আলী – মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নাম্বার ব্লকের একটি কর্মশালার আয়োজন করা হয় A D A অফিসের মিটিং হলে ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ানো উপর একটি কর্মশালা। ধানের খড় পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোয়া ছায় জৈব পদার্থ উদ্ভিদ খাদ্য মাটির উপকারী জীবাণু পড়ে নষ্ট হচ্ছে। যাহাতে চাষীরা ক্ষতিগ্রস্ত না হয় এ খড় পুড়িয়ে. জমির উর্বরতা না হারায় সেই বিষয়ে এই কর্মশালা। উপস্থিত ছিলেন ভরতপুর সহ কৃষি অধিকর্তার শাহনুর রহমান, কান্দি মহকুমা কৃষি অধিকর্তার চন্দন দাস। 40 থেকে 50 জন চাষিকে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হলো। এবং এইচ এস সির হাতের ছোলা, মসুর, ভুট্টা সরষে বিজ প্রদান করা হয়। সর্বশেষ একটি সাক্ষাৎকার দেন ভরতপুর সহ কৃষি আধিকারিক শাহনুর রহমান।

ভরতপুর ১ নাম্বার ব্লকের একটি কর্মশালার আয়োজন করা হয় ADA অফিসের মিটিং হলে ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ানো উপর একটি কর্মশালা

কান্দিতে পুরনো বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো কয়েকজন দুষ্কৃতীর বিরূদ্ধে।

বেলিয়াতোড় যামিনী রায় কলেজে আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হলো

Bankura Municipality Election রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন সোনামুখী পৌরসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীরা

নির্দিষ্ট সময়ে বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন সোনামুখী পৌরসভার অস্থায়ী কর্মীরা

বাড়ির পুরনো জামাকাপড় ও বইপত্র সংগ্রহ করে সেগুলি দুঃস্থ ও প্রান্তিক মানুষদের হাতে তুলে দেওয়ার জন্য একটি গাড়ি ‘অর্পণ’ আনুষ্ঠানিক সূচনা হলো

পাত্রসায়র থানা প্রাঙ্গণে শিশুবান্ধব প্রেক্ষাগৃহ ও মহিলা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার

More News – মা-বাবাকে সাথে নিয়ে নির্বিঘ্নেই ভোট দিলেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী

প্রতিনিধি গোপাল বিশ্বাস , নদীয়া:- শান্তিপুর শহরের রাধারানী স্কুলে 209 এবং 210 নম্বর বুথে সকাল থেকেই চলছে অবাধ শান্তিপূর্ণ ভোটদান। আর সেখানেই সপরিবারে বেলা 11 টা নাগাদ ভোট দিতে আসলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। তিনি জানান রাজ্যে অন্যান্য 4 কেন্দ্রের মধ্যে শান্তিপুরে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পোল হয়েছে, ফুলিয়ায় বি জে পি নির্বাচনী এজেন্ট কে বসতে না দেওয়ার শীঘ্রই বিরুদ্ধে অভিযোগ অস্বীকার Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments