জলপাইগুড়ি, সুকুমার বিশ্বাস:- জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত আমগুড়ি বক্সীর ডাঙ্গা বি,এফ,পি প্রাথমিক বিদ্যালয় পরিকাঠামো অভাব, ছাত্র-ছাত্রী বসার ক্লাস রুম না থাকায় শিক্ষক-শিক্ষিকারা ক্লাস করাতে অসুবিধা ভোগ করছে। স্কুলের প্রধান শিক্ষক লক্ষণ সেন বলেন স্কুলের ক্লাস রুম নেই, স্কুলের বারান্দাতে, এবং মাঠের গাছ তলাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস করাতে হয়। তাছাড়াও মিড ডে মিলের রান্না ঘর না থাকায় সমস্যার সম্মুখীন হচ্ছে, অনেক সময় গাছ তলাতে ছাত্রদের নিয়ে ক্লাস করতে বিশেষ করে অসুবিধা হচ্ছে। যেকোনো কারনেই গাছের ডাল ছাত্রদের মাথায় পড়লে যে কোন একটা বিপদ ঘটতে পারে। স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা একশ পঞ্চাশ জন, স্কুলের নেই কোন পায়খানা বাথরুম, জলের ব্যবস্থা নেই, স্কুলের পাঁচ জন শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে নিয়ে নিয়মিত পঠন-পাঠন শুরু হয়। শিক্ষকরা জানান ছাত্র-ছাত্রীরা নিজেদের সন্তানের মতন করে পড়াশোনা করানো হয়, স্কুলের পরিকাঠামো ভাল না থাকায় সমস্যার সম্মুখীন হচ্ছে স্কুলের শিক্ষকরা।
ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা জানান নমিতা অধিকারী, নারায়ণ বিশ্বাস বলেন স্কুলে ক্লাসরুম নেই। গাছ তলাতে ও স্কুল ঘরের বারান্দাতে পড়াশোনা করান শিক্ষকরা, ছাত্র-ছাত্রী বেশি থাকার ফলে স্কুল ঘরে জায়গা হয় না। বর্ষাকালে ছাত্রদের নিয়ে সমস্যায় পড়তে হয়। মিড ডে মিলের রান্না, জলের ব্যবস্থা না থাকার ফলে চরম সমস্যায় ভুগছে ছাত্রছাত্রীরা। অভিভাবকরা জানান স্কুলের পঠন পাঠন ভালো হয়, খেলাধুলার ভালো হয় স্কুলে, স্কুলে যদি খেলাধুলার সামগ্রী থাকতো তাহলে ছাত্র-ছাত্রীরা খেলাধুলা মনোযোগী হতো। স্কুলের প্রধান শিক্ষক বলেন এই স্কুলের বিষয় নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোন সুরাহা মিলেনি, বিভিন্ন সমস্যার সম্মুখীন ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষকরা, স্কুলের ঘরে বিষয় নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে বার বার আবেদন করেছেন প্রধান শিক্ষক, কিন্তু এখনো পর্যন্ত সুরাহা মিলেনি।
ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত বকশি ডাঙ্গা বি,এফ,পি প্রাথমিক বিদ্যালয় স্কুল ঘরে সমস্যার ফলে ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুলের বারান্দাতে ও গাছ তলাতে ক্লাস করানো হয়।
MORE NEWS – গোপন সুত্রে খবর পেয়ে ক্রেতা সেজে এক কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করল বনদপ্তর।
নিজস্ব প্রতিনিধি মালদা:- গোপন সুত্রে খবর পেয়ে ক্রেতা সেজে এক কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করল বনদপ্তর।তার কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি বড় মাপের কচ্ছপ এবং ১৪ টি ছোট কচ্ছপ। যদিও সুযোগ বুঝেই একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলে একজন ধরা পরে যায়। CONTINUE READING