Monday, January 13, 2025
- Advertisement -

মহুয়াকে সারানোর আর্জি কৃষ্ণনগরের ৬ বিধায়কের 

- Advertisement -

মহুয়াকে সারানোর আর্জি কৃষ্ণনগরের ৬ বিধায়কের

নিউজ ডেস্ক :- তৃণমূল কংগ্রেসের অন্দরে ‘মহুয়া বিতর্ক’ বহুদিনের। মহুয়া মৈত্রের লোকসভার অন্তর্গত বিধায়কদের সঙ্গে তাঁর যে বেশি বনিবনা নেই তা প্রায় সকলেই জানেন। কিন্তু তাই বলে এই ধরনের চিঠি কেউ আশা করে নি। মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর জেলা সাংগঠনিক সভাপতির পদ থেকে সরানোর দাবিতে চিঠি লিখেছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই চিঠি দিয়েছেন বিধায়করা। বিধায়কদের বক্তব্য, প্রতি বিধানসভায় বিধায়কের সমান্তরাল সংগঠন গড়ছেন সাংসদ মহুয়া মৈত্র। সাংসদকে স্থানীয় সংগঠনের কাজে পাওয়া যায় না বলে দাবি বিধায়কদের। মহুয়া দিল্লির কাজে বেশি ব্যস্ত থাকেন। নিজের সংসদীয় এলাকায় সময় দেন কম। মহুয়ার বদলে যে কাউকে সভাপতি করা হোক, মেনে নিতে সমস্যা নেই বিধায়কদের। সূত্রের খবর, এমন চিঠি পেয়ে কিছুতে বিস্মিত হয়েছেন দলের সুপ্রিমো।

ওই চিঠি মমতাকে দেওয়া হলেও তার কপি দেওয়া হয়েছে সুব্রত বক্সিকে। জানা গেছে, উজ্জ্বল বিশ্বাস , রুকবানুর রহমান, বিমলেন্দু সিনহা, কল্লোল খান সহ ছয় বিধায়কের স্বাক্ষর রয়েছে ওই চিঠিতে । উল্লেখ্য, মহুয়ার সঙ্গে স্থানীয় বিধায়কদের দ্বন্দ্ব নতুন কিছু নয়। বিধায়করা একদিকে যেমন সরব হয়েছেন সাংসদের বিরুদ্ধে। মহুয়ারও পাল্টা অভিযোগ ছিল নির্বাচনের সময় বিধায়দের সহযোগিতা তিনি পান না। এখন দেখার ওই চিঠির প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ব্যবস্থা নেন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments