Tv20 Bangla:- মাতৃদিবসে ক্যালিফোর্নিয়ার বাড়িতে নরম রোদে মেয়েকে তুলে ধরলেন অভিনেত্রী। তাঁর বুকের ওপর গোলাপি জামা, রিবন বাঁধা ছোট্ট মালতি ম্যারি। যেন হৃদয় থেকে হৃদয়ে সেতু বাঁধছেন মা-মেয়ে। প্রিয়ঙ্কার মুখে স্বর্গীয় স্বস্তি। সে দিকে নিবিষ্ট ভাবে তাকিয়ে আছেন বাবা নিকও। এতদিনে তাঁদের পরিবার যেন সম্পূর্ণ হল। মাতৃদিবসে একরত্তি মেয়েকে ঘরে আনলেন প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস। চলতি বছর জানুয়ারি মাসে নির্ধারিত সময়ের আগেই জন্ম নিয়েছিল তাঁদের কন্যা, মালতি ম্যারি চোপড়া জোনাস। তাকে পৃথিবীতে আনতে সারোগেসির সাহায্য নিয়েছেন তারকা-দম্পতি। কিন্তু গত ১০০ দিন সেই শিশু ছিল নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে। তার পর চিকিৎসকরা তাকে পৃথিবীর আলো দেখার অনুমতি দিলে এই প্রথম মেয়েকে কোলে নিলেন মা প্রিয়ঙ্কা। মাতৃত্বের স্বাদ অনুভব করলেন। মধুর মিলনের ছবি ইনস্টাগ্রামে দিতেই নিমেষে ছড়িয়ে গেল বার্তা।কয়েক মাস প্রতীক্ষার পর অবশেষে মেয়ের মুখ দেখলেন নিক-প্রিয়ঙ্কা।
মাতৃদিবসে ক্যালিফোর্নিয়ার বাড়িতে নরম রোদে মেয়েকে তুলে ধরলেন অভিনেত্রী।
MORE NEWS – কবিগুরু রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উদযাপিত হলো ক্রান্তি পুলিশ ফাঁড়িতে।
ময়নাগুড়ি, কনক অধিকারী:- সোমবার , কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনেই ক্রান্তি পুলিশ প্রশাসনের ঐকান্তিক উদ্যোগে “পাশে আছি” আত্মপ্রকাশ পেল। এদিনের অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন বিশিষ্ট সমাজসেবী পদ্মশ্রী করিমুল হক, ক্রান্তি বিডিও প্রবীর কুমার সিংহ, ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত গুণ। অনুষ্ঠানে উপস্থিত থেকে পদ্মশ্রী করিমুল হক ও ক্রান্তি বিডিও প্রবীর কুমার সিংহ, বলেন ক্রান্তি ফাঁড়ির “পাশে আছি” বার্তার মাধ্যমে যে খাবার আয়োজন উদ্যোগ নিয়েছেন ক্রান্তি পুলিশ প্রশাসন তার জন্য ধন্যবাদ জানালেন। ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি সুব্রত গুন জানালেন, আজকের দুস্থ মানুষদের দুপুরের আহার এর ব্যবস্থা করা হয়েছে আজকে ৬০ জন খেয়েছেন, CONTINUE READING
বিশ্বকবি রবীন্দ্রনাথ কে সম্মান জানাতে শাড়ির মধ্যে ফুটিয়ে তুললেন তার প্রতিচ্ছবি।
রবীন্দ্রনাথ ঠাকুরের জম্মজয়ন্তী পালন করল, মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।