প্রতিনিধি নারায়ণ সরকার, মালদা :- মানিকচক গ্রামীণ হাসপাতাল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের শুভ উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার দুপুরে। এই দোকান থেকে যেকোনো ধরনের ওষুধ গ্রাহকরা কিনলে 69.25% ছাড় পাবে এমআরপি উপর। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওষুধের দোকানের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্য দপ্তরের সিএমওএইচ ডঃ শৈবাল মুখার্জি, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল, মানিকচক থানার আইসি অক্ষয় পাল, মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের প্রতিনিধি সমদ্বীপ সরকার, মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হেম নারায়ন ঝা, মানিকচক গ্রামীণ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ মন্ডল, মানিকচক পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মদক্ষ আব্দুল খালেক, এলাকার শিক্ষক আশীষ সিনহা সহ এলাকার বিশিষ্ট জনেরা।
এদিন ফিতা কেটে দোকানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। ২৪ ঘন্টা এই ওষুধের দোকান খোলা থাকবে যেখানে মানুষ এমআরপির উপর ছাড়ে ওষুধ পাবে। প্রায় দেড় বছর বন্ধ থাকার আবার নতুন করে খোলা হয়েছে এই ওষুধের দোকান। কলকাতার একটি সংস্থা এই দোকান পরিচালনার দায়িত্বভার পেয়েছে বলে জানা গেছে।
মানিকচক গ্রামীণ হাসপাতাল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের শুভ উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার দুপুরে
More News – উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ও ঐতিহ্যপূর্ণ মাতা বোল্লা রক্ষা কালীর পুজো শুরু কাল থেকে
এরপর ইংরেজ আমলে স্থানীয় জমিদার মুরারিমোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাঁকে গ্রেফতার করা হয়। তখন তিনি মড়কা কালী মায়ের কাছে প্রার্থনা করেন। তিনি বেকসুর খালাস পান। জ্যৈষ্ঠ মাস আসতে দেরি থাকায়; সেই সময় তিনি ধার্য করেন যে, রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পুজো করবেন। সেই থেকে দেবীর বাৎসরিক পুজো ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। সালটা ১৯২০। মা তখন থেকে রক্ষা কালী নামে পরিচিত হন। তখন ছোট করে পূজা হলেও কালে কালে পূজার বহর ও কলেবর বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সাড়ে সাত হাত মাতৃমূর্তি পূজিত হন। কয়েক হাজার পাঁঠাবলি ও একটি মহিষ বলি হয়। প্রায় ১৪ কেজি সোনার গহনায় মায়ের প্রতিমা সজ্জিত হয়। বহু ভক্ত মানত করা ছোট ছোট কালী মূর্তিতে পূজা দেন ও বাতাসা নৈবেদ্য অর্পণ করেন। স্থানীয় মুসলিমরাও হিন্দুদের সাথে মায়ের উদ্দ্যেশ্যে পুজো দেন। Continue Reading