Saturday, December 7, 2024
- Advertisement -

মালদহের হরিশ্চন্দ্রপুরে আবার শিয়াল হানা, গুরুতর আহত ৪, কৃষকের মারে মৃত্যু এক শিয়ালের

- Advertisement -

নারায়ণ সরকার, মালদা :-মালদহের হরিশ্চন্দ্রপুর আবার শিয়াল হানার ঘটনা ঘটলো। এদিনের এই ঘটনার জেরে আহত হয়েছে ৪ জন কৃষক। এমনিতেই গত কয়েকদিনে হরিশ্চন্দ্রপুর জুড়ে শেয়াল হানার ঘটনার জেরে আতঙ্কে গোটা এলাকায়। এরই মধ্যে আবার একই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। মালদহের হরিশ্চন্দ্রপুরে

স্থানীয় সূত্রে খবর হরিশ্চন্দ্রপুর থানা এলাকা সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ডহরা এলাকায় শুক্রবার সকালে ধান কাটতে যান এলাকার কৃষক আয়নাল হক (৫৮), মাসিরুল হক (১৮), রবিউল ইসলাম (২৪)। ধান কাটার সময় অতর্কিতে জমি থেকে শেয়াল বেরিয়ে এই তিন জনের উপর ঝাঁপিয়ে পড়ে। শিয়ালের সংখ্যা বেশ কয়েকটি ছিল। শিয়ালের হানায় গুরুতর জখম হন কৃষক আয়নাল হক ও তার ছেলে মাসিরুল হক এবং প্রতিবেশী রবিউল ইসলাম। এদের তিন জনের শরীর থেকে মাংস খুবলে নেয় শিয়ালের পাল। গ্রামবাসীরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক থাকায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালদহের হরিশ্চন্দ্রপুরে আবার শিয়াল হানা, গুরুতর আহত ৪, কৃষকের মারে মৃত্যু এক শিয়ালের

মানিকচক গ্রামীণ হাসপাতাল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের শুভ উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার দুপুরে

যাত্রীদের কথা ভেবে আবার দীর্ঘ দিন পরে কলকাতা মেট্রোয় ফিরছে টোকেন পরিষেবা

অন্যদিকে সকালের দিকে একই সময়ে তুলসিহাটা অঞ্চলের কামারতা গ্রামে একই কায়দায় জমিতে শিয়ালের দ্বারা আক্রান্ত হন কৃষক সকাল দাস। বয়স (৪০)। তবে সকাল দাসের পাল্টা আক্রমণে ঘটনাস্থলে একটি শিয়াল প্রাণ হারায়। তাকেও চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে বলে খবর। এদিকে সকাল সকাল শিয়াল আক্রমণের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। ইতিমধ্যে শেয়াল আক্রমণের ঘটনা নিয়ে বিধানসভায় রাজ্যের কাছে শেয়াল নিয়ন্ত্রণ এবং এলাকাবাসী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন এলাকার বিধায়ক তজমুল হোসেন।

বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আশ্বাস দেন শেয়াল নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু সেই আশ্বাস দেওয়া সত্তেও একের পর এক ঘটনা ঘটায় আতঙ্কিত এলাকাবাসী। তুলসিহাটা এলাকার বাসিন্দা তপন দাদা জানান আমার দাদা সকাল বেলা একটি ছাগল কে শিয়ালের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেই আক্রান্ত হয়ে। দিনের-পর-দিন শিয়াল হানাত ঘটনা বেড়েই চলেছে। আমরা চাই প্রশাসন এ ব্যাপারে কড়া নজরদারি চালাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments