টিভি ২০বাংলা :- ভয়াবহ কান্ড ঘটল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ৭ তলা থেকে পড়ে মৃত্যু হলো রোগীর। রোগীর নাম সায়রা খাতুন। বয়স ২৬, রতুয়ার গোবিন্দপুরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, সায়রা খাতুন মানসিক সমস্যাজনিত চিকিৎসার কারণে দাদার সাথে বৃহস্পতিবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছিল। এরপর দাদার অলক্ষ্যেই ওই তরুণী হাসপাতাল বিল্ডিং এর ৭ তলায় চলে যায় এবং সেখান থেকেই ঝাঁপ দেয়। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা পুলিশ তদন্ত করে দেখছে।
মৃতার দাদা গোটা ঘটনায় খুবই মর্মাহত। প্রত্যক্ষদর্শীরা জানায় হঠাৎ করেই তারা ৭ তলায় এক তরুণীকে উঁকি ঝুঁকি মারতে দেখে। তখনি সবাই চিৎকার করে তাকে পিছনে সরে যেতে বলে। কিন্তু শেষরক্ষা হলোনা, তরুণী ৭ তলা থেকে ঝাঁপ দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই আকস্মিক ঘটনায় অভিযোগ উঠছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে রোগীদের নিরাপত্তা নিয়ে। হাসপাতালে এমএসভিপি সুরঞ্জয় সাহা জানান,” মৃত তরুণীর মানসিক সমস্যা ছিল, সম্ভবত সেই থেকেই তিনি ঝাঁপ দেন এবং হাসপাতালে আগুন লাগলে বা অন্য কোনো জরুরি অবস্থার জন্য ইঞ্জিনিয়াররা ওই বারান্দার দরজা বন্ধ না রাখার পরামর্শ দেয়, ওই কারণেই দরজা খোলা থাকে।”