মুর্শিদাবাদ বর্ডারে বাধ্য হয়ে BSF গুলি চালায়
ইউনুস শাসনকালে ভারত বাংলাদেশ সীমান্তে ক্রমাগত গন্ডগোল পাকাচ্ছে BGB আবার কখনো বাংলাদেশের চোরা চালানকারীরা। BSF বার বার করে শান্ত মাথায় তা সামলানোর চেষ্টা করে গেছে। কিন্তু বুধবার রাতে সমস্ত সীমা ছাড়িয়ে যায় ওপর বাংলার অপরাধীরা। ঘটনাটি ঘটেছে লালগোলা এবং ডোমকলের মাঝে বিওপি চারমুরাশিতে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর তরফে জানা গিয়েছে,তারা পরপর ছয় রাউন্ড গুলি চালিয়েছে। অভিযোগ, বুধবার রাতের বেলা দশ থেকে বারোজন অনুপ্রবেশকারী কাঁটাতার কেটে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। বহুবার তাদের বাধা দেন জওয়ানরা। কিন্তু কোনো কথা না শুনে তারা BSF এর সঙ্গে বাক বিতন্ডা শুরু করে। এমনকি BSF কে আক্রমন করার চেষ্টা করে।
এই সময় বাধ্য হয়ে জওয়ানরা স্টান গ্রেনেড ছোড়ে। সেই সময় বাংলাদেশে দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে জওয়ানদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। তখনই জওয়ানরা আত্মরক্ষার স্বার্থে পরপর গুলি চালায়। তখনই অন্ধকার এবং কুয়াশার মধ্যে দুষ্কৃতীরা পালিয়ে যায় বাংলাদেশের ভূখণ্ডের দিকে। উল্লেখ্য, অনুপ্রবেশ আটকাতে সীমান্তে কাঁটাতার দিতে শুরু করেছেন জওয়ানরা। তবে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে বিজিবি। কিন্তু কাঁটাতার ভারত দেবেই। অর এতেই বিপদে পড়েছে বাংলাদেশের চোরা চালানকারীরা। তার পরিনামেই এই ঘটনা ঘটায় ওরা।

