Wednesday, April 23, 2025
- Advertisement -

যাত্রীবেশে টোটো ছিনতাইকারী চক্রের কিনারা, ধৃত চার

- Advertisement -

 

নারায়ণ সরকার, মালদা :-
প্রথমে যাত্রী সেজে টোটোতে উঠা তারপর চালককে নেশা জাতীয় পানীয় খাইয়ে টোটো ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল থানার জিতালপুর এলকায়। এই ঘটনা এক দুই বার নয় প্রায় সই চলত ছিনতাই চ্ক্র। অভিযোগ পেয়ে তদন্তে নেমে চার ছিনতাইকারীকে গ্রেফতার করল মালদাহের চাঁচল থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে নেশা জাতীয় স্প্রে পাউডার ও যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ। আজ ধৃত চার জনকে গ্রেপ্তার করে চাঁচল মহকুম আদালতে পেশ করে পুলিশ।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল জালাদুল শেখ(৩৫), শেখ আজাবুল(২৮), শেখ মুক্তার(২৫), শেখ মশিম (২৫) প্রত্যেকের বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায়।
পাশাপাশি পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, এই দুষ্কৃতীরা দীর্ঘদিন ধরেই যাত্রী সেজে টোটোতে চেপে সুযোগ বুঝে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নেশা জাতীয় দ্রব্য টোটো চালকে খাইয়ে টোটো ছিন্তায় করে বিহারে পাচার করত। সম্প্রতি, চাঁচল থানা এলাকার গৌড়হণ্ড গ্রাম পঞ্চায়েতের জিতালপুর এলাকা থেকে এই ভাবেই বেশ কয়েকটি টোটো ছিনতাই করে এই দুষ্কৃতীরা। এই নিয়ে টোটো চালকেরা চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন।
এদিকে, গত বৃহস্পতিবার চাঁচলের জিতালপুরের টোটো চালক শঙ্কর ওরাও তিন যাত্রীকে টোটোতে চাপিয়ে নিয়ে যাওয়ার সময় মালতীপুর থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায় দেখে নেশা জাতীয় কিছু টোটো চালকের নাকে মুখে স্প্রে করে চালক কে রাস্তায় ফেলে টোটো নিয়ে চম্পট দেয় যাত্রীবেশী ছিনতাইকারীরা পরে পথচারীরা ওই টোটো চালককে প্রথমে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হওয়াই পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানস্তরিত করা হয়। বর্তমানে টোটো চালক শংকর ওরাও মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে চাঁচল থানার পুলিশ। হরিশচন্দ্রপুর এলাকা থেকে এই চার দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার নেশা জাতীয় দ্রব্য সহ অন্যান্য যন্ত্রাংশ।
পুলিশের অনুমান এই টোটো গুলো ছিনতাই করে বিহার সীমান্তে পাচার করা হতো। আজ ধৃতদের দশ দিনের পুলিশি রিমান্ডের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments