Friday, December 6, 2024
- Advertisement -

রাজ্যস্তর কবাডি প্রতিযোগিতায় খ্যাতি অর্জন মালদার পুরুষ ও মহিলা বিভাগের কাবাডির

- Advertisement -

নারায়ণ সরকার, মালদা :-রাজ্যস্তর কবাডি প্রতিযোগিতায় খ্যাতি অর্জন মালদার পুরুষ ও মহিলা বিভাগের কাবাডির। রাজ্যের ২৩ টা জেলার কবাডি টিম পূর্ব মেদিনীপুর রাজ্যস্তর প্রতিযোগিতায় অংশ নেয়। সেখানে মালদার ছেলেদের ও মেয়েদের একটি করে টিম অংশ গ্রহণ করেছিল। ২৩ জেলার কবাডি দলের সঙ্গে লড়াই করে মালদার ছেলেদের টিম চাম্পিয়ন হয় এবং মেয়েদের টিম রানার্স। মালদা জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে পাঠানো দুই দলকেই গতকাল রাত্রে মালদায় আসলে তাদের সংবর্ধনা দেয় মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয়। তিনি জানান মালদার এই জয়ে আপ্লুত। আগামী দিনে খেলার মানকে আরও উন্নত করবে। অ্যাথলেটিক্সে যাতে আরো ভালোভাবে যুবক – যুবতীরা রাজ্যস্তরে পারদর্শী হতে পারে তারও উদ্যোগ গ্রহণ করা হবে।

রাজ্যস্তর কবাডি প্রতিযোগিতায় খ্যাতি অর্জন মালদার পুরুষ ও মহিলা বিভাগের কাবাডির

দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন পাওয়ার অফ্ হিউমিনিটি

কলকাতা পৌরসভার ভোট যেন শান্তিপূর্ণ হয় সেই লক্ষ্যেই চলছে আজ পুলিশি নাকা চেকিং

মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন প্রতিরোধের দ্রুত পদক্ষেপের দাবিতে সংসদে সরব হলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান

মেয়ের বিয়ের সাহায্যে দরবার করেও আত্মীয়-পরিজনদের কাছে মেলেনি কোনো সহযোগিতা।

আরও খবর – খবর সংগ্রহ করতে যাওয়ার পথে দুস্কৃতিদের হাতে আক্রান্ত সাংবাদিক, ভাংচুর বাইক

মালদা, হরিশ্চন্দ্রপুর; সকালে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত রাঙ্গাইপুর এলাকায় খবর সংগ্রহ করতে যাওয়ার পথে মঙ্গল এলাকায় স্থানীয় দুষ্কৃতী বাবর আলি ওরফে বাবলু ও চার থেকে পাঁচজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী রাস্তা আটক করে প্রথমে মোবাইল ও বাইকের চাবি কেড়ে হাবিবুর রহমান ওরফে হাবিব খাঁন ও তার ক্যামেরা পার্সেন সাইরাজ ইসলামকে মারধোর করার পাশাপাশি নতুন টু টুয়েন্টি মোবাইল বাইক ভাংচুর করে বলে অভিযোগ। Continue Reading

আরও খবর – জানুয়ারিতে প্রাথমিক বিদ্যালয়গুলি খোলা নিয়ে অভিভাবক ও শিক্ষকদের মতামত

পার্থ ঝা, মানিকচক :- করোনা আবহে দীর্ঘ দুই বছর ধরে প্রাথমিক বিদ্যালয় গুলি বন্ধ। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিশুরা আগামী দুই বছর ধরে স্কুলের মুখ দেখে নি। বিদ্যালয় শিশুদের বিভিন্ন মানসিক ও সামাজিক বিকাশ সাধন করে। কিন্তু কোরনা মহামারীর জন্য সমাজের ক্ষুদ্র সংস্করণ অর্থাৎ বিদ্যালয় দুই বছর ধরে বন্ধ। Continue Reading

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments