Wednesday, December 4, 2024
- Advertisement -

রাস্তা পারাপার করতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক পথচারীর।

- Advertisement -

Tv 20 Bangla Desk :-

রাস্তা পারাপার করতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক পথচারীর। ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা, কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। জানা যায় গতকাল সন্ধ্যাকালীন শান্তিপুর দত্তপাড়া এলাকার রাধা মোহন সাহা নামে এক ব্যক্তি পায়ে হেঁটে শান্তিপুর কন্দ খোলা ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিল। এর পরেই রাস্তা পার হতে গিয়ে পিছন দিক থেকে একটি ১২ চাকার লরি তার উপর দিয়ে চালিয়ে দেয়। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির, প্রায় ঘন্টা খানিক বাদে পরিবারের সদস্যরা খবর পাই। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের লোকজন, ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ, এরপর ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। শুক্রবার ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। পরিবারের কাছ থেকে জানা যায়, ওই ব্যক্তি বিশেষ কাজে শান্তিপুর কন্দ খোলাই গিয়েছিলেন। তারপরেই এইভাবে যে মর্মান্তিক ঘটনা ঘটবে কখনোই আন্দাজ করতে পারিনি পরিবার। স্বভাবতই ওই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়ার পরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার, এছাড়াও শোকস্তব্ধ গোটা এলাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments