নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া :- গ্রাম বাংলার প্রতিভাদের আরো বেশি উজ্জীবিত করতে ও দেশের মুখ উজ্জ্বল করতে শান্তাশ্রম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শান্তাশ্রম হাইস্কুল মাঠে আট টি দলের সম্প্রতি নক আউট রানিং ফুটবল টুর্নামেন্টের শুভ সুচনা হয় ইংরেজী 02/11/2021 মঙ্গলবার। উদ্বোধন ম্যচে অংশগ্রহণ করেছিলেন বর্ধমান রাহুল একাদশ ও তালডাংরা ঝিলিমিলি একাদশ। খেলার নির্দিষ্ট সময়ে দুই দল দুটি করে গোল করাই ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল ঘোষণা হয়। ৫ – ৪ গোলে বর্ধমান রাহুল একাদশ জয়লাভ করে। খেলাকে কেন্দ্র করে মাঠের চারিদিকে ভিড় জমিয়ে অগনিত দর্শক তাদের এই খেলাই উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। শান্তাশ্রম স্পোটিং ক্লাবের উদ্যোগে এই খেলা আগামী দিনে গোটা দেশের সুনাম অর্জন করবে এমনটাই আশাবাদী উদ্যোক্তারা ।
উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন, আমরুল অঞ্চল প্রধান পূজা পন্ডিত দে, উপ প্রধান বিনয় মুখার্জী, শান্তাশ্রম হাই স্কুলের শিক্ষক কুমার পাল, সুজিত নন্দী, বিশিষ্ট সমাজসেবী রফিক মোল্লা, নিখিল পাল, সেখ সামসের সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরো খেলা টি পরিচালনা করে I F A রেফারি সঞ্জিত মাঝি। শান্তাশ্রম স্পোটিং ক্লাবের এক সদস্য আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, অন্যান্য বছরের ন্যায় এ বছরও আমরা রানিং ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। আগামী দিনে গ্রাম বাংলার ছেলেদের ভবিষ্যৎ গড়তে আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব।
শান্তাশ্রম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রানিং ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
More News – ভরতপুর ১ নাম্বার ব্লকের একটি কর্মশালার আয়োজন করা হয় ADA অফিসের মিটিং হলে ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ানো উপর একটি কর্মশালা
প্রতিনিধি:- আইয়ুব আলী – মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নাম্বার ব্লকের একটি কর্মশালার আয়োজন করা হয় A D A অফিসের মিটিং হলে ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ানো উপর একটি কর্মশালা। ধানের খড় পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোয়া ছায় জৈব পদার্থ উদ্ভিদ খাদ্য মাটির উপকারী জীবাণু পড়ে নষ্ট হচ্ছে। যাহাতে চাষীরা ক্ষতিগ্রস্ত না হয় এ খড় পুড়িয়ে. জমির উর্বরতা না হারায় সেই বিষয়ে এই কর্মশালা। উপস্থিত ছিলেন ভরতপুর সহ কৃষি অধিকর্তার শাহনুর রহমান, কান্দি মহকুমা কৃষি অধিকর্তার চন্দন দাস। 40 থেকে 50 Continue Reading