ডেস্ক রিপোর্ট :-
রাজ্যে পঞ্চায়েত ভোটের আগেই নতুন তৃণমূল কে মানুষের সামনে তুলে ধরতে বড়সড় রদবদল শুরু করল শাসক দল। তৃণমূল কংগ্রেসের বেশ কিছু জেলা স্তরে ভাঙা হল নানান সাংগঠনিক জেলাকে। উত্তর ২৪ পরগনা জেলায় সবচেয়ে বেশী পরিবর্তন আনা হয়েছে।
বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানো হল অশনী মুখোপাধ্যায়কে। সেই দায়িত্ব দেওয়া হল বারাসাতের সাংসদ কাকলী ঘোষ দস্তিদারকে। একই সঙ্গে বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিককে সরানো হয়েছে তাঁর দায়িত্ব থেকে। শাসক দল সুত্রে খবর, মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছে পার্থ ভৌমিক। বনগাঁ জেলা সভাপতি পদ থেকেও সরানো হল গোপাল শেঠকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হচ্ছে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে। একই ভাবে হুগলি কোচবিহার, ঝাড়গ্রামের সভাপতি পদের পরিবর্তন করা হয়েছে। কোচবিহারের পার্থ প্রতীম রায়ের জায়গায় এলেন অভিজিৎ দে ভৌমিক। ঝাড়গ্রামে দেবনাথ হাঁসদাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে দুলাল মূর্মুকে। হুগলী জেলায় হুগলী শ্রীরামপুর ও আরামবাগ সাংগঠনিক জেলাতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।