প্রতিনিধি, সন্দীপ কর্মকার, ছাতনা:- বাঁকুড়া জেলার অন্যতম সেরা পুজো শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি। বিশ্ব বাংলা শারদ সম্মান 2021 সেরা পুজো সম্মানের শিরোপা উঠেছে এই পুজো কমিটির উপর। আজ বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি এসেছিলেন। এদিন বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন সাতটা বিধানসভার বিজেপি নেতা জীবন চক্রবর্তী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানালেন “এই পুজো কমিটিতে এসে আমি অভিভূত। পুজো কমিটিকে শুভেচ্ছা। এবং ভবিষ্যতে আমি এ পূজা কমিটির জন্য কিছু করব।”