শুশুনিয়া প্রিমিয়ার লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। দীর্ঘ দু’মাস চলার পর আজ শুশুনিয়া প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হলো শুশুনিয়া ফুটবল ময়দানে। এবছর শুশুনিয়া প্রিমিয়ার লিগে মোট 6 টি টিম অংশগ্রহণ করেছিল। যার মধ্যে দুটি টিম ফাইনালে যায়। অবশেষে শুশুনিয়া কিং মেকার বনাম লায়ন ইলেভেন স্টার ফাইনালে মুখোমুখি হয়। এবং শুশুনিয়া কিং মেকার বিজয়ী হয়। ফাইনাল ম্যাচটি দেখার জন্য দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবং অনুষ্ঠান মঞ্চের আসন অলংকৃত করেছিলো বিশিষ্ট অতিথি বৃন্দরা। ফাইনাল ম্যাচে ম্যান অফ ম্যাচ, সহ প্রত্যেক প্লেয়ারের জন্য ছিলো বিশেষ পুরস্কার। শুশুনিয়া কিং মেকার এর অধিনায়ক সুমন গোস্বামী বলেন ” প্রত্যেক প্লেয়ার নিজের সেরাটা দিয়েছে। তাই এটা আমাদের টিমের জয়। ” সব খবর
ফ্রেন্ডস্ গ্রুপের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সব খবর এক সাথে
পার্থ ঝা,মানিকচক;সারা রাজ্যে জুড়ে মেতে উঠেছে সরস্বতী পুজোয়। মানিকচকের ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে রবিবার সন্ধ্যা নাগাদ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, ভীম তাঁতি, সৌরভ রজক সহ অনান্যরা। পাশাপাশি এদিন ছোট ছোট বালক বালিকাদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের অংশগ্রহণ কারী বালক বালিকাদের পুরুস্কৃত করা হয় এই মঞ্চ থেকে। রবিবার, মানিকচকের মথুরাপুর একাদশ ক্লাব আয়োজন সরস্বতী প্রতীমা এবং থিম গুলো পরিদর্শন করেন গৌর বাবু।
ধুপগুড়ি প্রেসক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও প্রয়াত লতা মঙ্গেশকরের স্মরণ সভা করা হয়।
দীর্ঘ কয়েক মাস পর পুনরায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় খুলল তৃণমূল কর্মী সমর্থকরা
সুকুমার বিশ্বাস , জলপাইগুড়ি :- জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির প্রেস ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির ও প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের স্মরনে ৯২ টি প্রদীপ জ্বালিয়ে স্মরণ সভা করলো ধূপগুড়ি প্রেস ক্লাব। পাশাপাশি লতা মঙ্গেশকর কে উৎসর্গ করে রক্তদান শিবির করা হয় ধূপগুড়িতে, ধুপগুড়ি প্রেসক্লাবের সরস্বতী পূজা উপলক্ষে বাতিল করা হলো একাধিক বহিরাগত শিল্পী সমন্বয়ে আয়োজিত পূর্বঘোষিত অনুষ্ঠান ।
রবিবার লতা মঙ্গেশকরের ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেই এই রক্তদান শিবিরের সূচনা করা হয়।এদিন প্রায় ৭০ জন রক্তদাতা রক্তদান করেন। স্বেচ্ছায় রক্তদান শিবিরে। উল্লেখ্য, ধূপগুড়ি প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ধূপগুড়ি মিলনী ময়দানে যে দুইদিন ব্যাপী সারস্বত উৎসবের আয়োজন করা হয়েছিল। আর গতকাল প্রথম দিনের অনুষ্ঠানের পর দ্বিতীয় দিনে রক্তদান শিবিরের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবার কথা ছিলো প্রেস ক্লাবের পক্ষ থেকে।
কিন্তু যেহেতু সাতসকালেই সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর প্রয়াত হন। তাই গোটা দেশের মতো শোকস্তব্ধ ধূপগুড়ি প্রেস ক্লাবও । তাই শোকস্তব্ধ ধূপগুড়ি প্রেসক্লাবের সদস্যরা, এদিনের সমস্ত অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেন এবং রক্তদান শিবিরটি কে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে উৎসর্গ করা হয়। সেইসাথে এদিন সন্ধ্যায় মিলনী ময়দানে ৯২ টি প্রদীপ জ্বালিয়ে সুর সম্রাজ্ঞীকে শ্রদ্ধা জ্ঞাপন করে প্রেস ক্লাবের পক্ষ থেকে। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ প্রেস ক্লাবের সদস্যরা।
ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং প্রেস ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,” সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গোটা দেশ আজ শোকাহত। এর আগেও ধূপগুড়ি প্রেস ক্লাব বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করেছিল। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই স্থায়ী লোকজন।