সব খবর এক সাথে – মাস্ক ছাড়া ঘুরছেন বহু মানুষ, কড়া পদক্ষেপ নিল দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার ১২
সেখ ওলি মহম্মদ , বীরভূম:- করোনার তৃতীয় ঢেউ ওমিক্রন ভাইরাস হু হু করে বাড়ছে দেশে। ফলে পশ্চিমবঙ্গেও করোনার গ্রাফ ঊর্ধমুখী। কিন্তু এখনও সাবধানতার বালাই নেই। মাস্ক ছাড়া ঘুরছেন বহু মানুষ। পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার সচেতন করা হলেও, সে কথায় কর্ণপাত করছেন না অনেকে। করোনার সংক্রমণ বাড়লেও এখনও অসচেতন সাধারণ মানুষ। মাস্ক ছাড়ায় চলছে অবাধ যাতায়াত। কবে সচেতন হবে সাধারণ মানুষ? স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের তরফ থেকে বারবার মানুষকে করোনা বিধি নিয়ে সচেতন করা সত্ত্বেও মানুষ এখনও পর্যন্ত যে কতটা বেপরোয়া তা রাস্তায় বেরোলেই বোঝা যাচ্ছে। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই, শারিরীক দূরত্ব বজায় রাখা যেন অকল্পনীয়। তাই বাধ্য হয়েই ময়দানে নামতে হচ্ছে পুলিশকে। আর মাস্ক না পড়লেই চলছে পুলিশের ধরপাকড়। খবর
এমনই চিত্র ধরা পড়ল বীরভূম জেলার দুবরাজপুরে। আজ বৈকালে দুবরাজপুর শহরজুড়ে মাস্ক অভিযানে নামেন অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর সুরজিত কুমার দে। তাঁর সাথে এই অভিযানে ছিলেন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মীরা। দুবরাজপুর শহরের পাশাপাশি বাজারেও পরিদর্শন করা হল। যাঁরা বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছেন বা অকারণে রাস্তায় বেরিয়েছেন তাঁদের ১২ জনকে পুলিশ গ্রেপ্তার করে।
বীরভূম পশ্চিমবঙ্গে করোনার গ্রাফ ঊর্ধমুখী। বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় সচেতনত করা হচ্ছে
আজকালকার ছেলেমেয়েরা নিজের জেলার ইতিহাস সম্বন্ধেই জানে না
More News- মাস্ক অভিযানে এবার রাস্তায় নামলেন খোদ দুবরাজপুর থানার আধিকারিকরা
সেখ ওলি মহম্মদ, বীরভূম পশ্চিমবঙ্গে করোনার গ্রাফ ঊর্ধমুখী। বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় সচেতনত করা হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু করোনাকে ‘ডোন্ট কেয়ার’ ভেবে বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছেন। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুরের সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মণ্ডল এবং দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন খোদ নামলেন রাস্তায়। এদিন দুবরাজপুর থানার সামনে রাণীগঞ্জ মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর এই অভিযান চালানো হয়। এদিন যাঁরা মুখে মাস্ক না নিয়ে রাস্তায় বেরিয়েছেন যেমন পথ যাত্রী থেকে শুরু করে গাড়ী চালক তাদের ৫৫ জনকে আটক করা হয় এবং করোনা অতিমারীর জন্য সচেতন করা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
নিজস্ব প্রতিনিধি , নদীয়া :- শান্তিপুর থানায় করোনা আক্রান্ত 4 জন পুলিশ কর্মী, গোটা শান্তিপুর থানা চত্বর করা হলো স্যানিটাইজার স্প্রে। সূত্রের খবর ইতিমধ্যে শান্তিপুর থানায় করোনা আক্রান্ত হয়েছেন 4 জন পুলিশ কর্মী। তাদের প্রত্যেককেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং প্রত্যেকেই সুস্থ আছে বলে জানা যায়। যদিও প্রতিদিনই প্রচুর মানুষ শান্তিপুর থানায় আসে বিভিন্ন সমস্যার জন্য, তাই কোন রকম ভাবেই যাতে সংক্রমণ না ছড়ায় সেই দিকেই লক্ষ্য রেখে গোটা শান্তিপুর থানা চত্বর করা হলো স্যানিটাইজার স্প্রে।